নীল শাড়ি, হাতে ব্যাগ, নতুন বছরে নয়া গানে ফের ভাইরাল রাণু
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
'দেখতো চিনতে পারো কিনা' এই গানটি গেয়ে ফের ভাইরাল রাণু
#মুম্বাই: ভাইরাল হওয়াটা রাণুর কাছে একবারে যেন জলভাত ৷ সেই রানাঘাটের স্টেশন থেকে ভাইরাল হওয়া শুরু ৷ এক গানেই একেবারেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ৷ তারপর তো গোটা কাণ্ডটা সবারই জানা ৷ হিমেশ রেশমিয়ার চোখে পড়ে রাণু তো এখন সেলিব্রিটি ৷ আর রানাঘাটের রাণু সেলিব্রিটি হওয়ার পর, সব সময়ই খবরের শিরোনামে ৷ রাণু কখন, কী করছেন, তা নিয়ে সবাই একেবারে তটস্থ!
এবার নতুন একটি গান গেয়ে ফের ভাইরাল রাণু। কোনও একটি ফেসবুক পেজে রাণুর একটি পুরনো বাংলা গানের ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে নীল রঙের এটি শাড়ি পরে গান গাইছেন রাণু, হাতে একটি পার্স। 'ভাল করে তুমি চেয়ে দেখো, দেখতো চিনতে পারো কিনা' এই গানটি গাইছেন রাণু। আর এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে।
advertisement
দেখুন সেই 'ভাইরাল' ভিডিও--
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 10, 2020 6:54 PM IST