‘মা স্টেশনে গান গাইত, আমি তো জানতাম-ই না !’ অকপট রাণু মণ্ডলের মেয়ে সাথী

Last Updated:

সোশ্যাল মিডিয়ার হাত ধরে রাণু মণ্ডল নামটি এখন বিশ্বের ঘরে ঘরে ৷ একটি গানেই নিজেকে দুনিয়ার কাছে তুলে ধরেছেন রানাঘাটের রাণু ৷

#কলকাতা: সোশ্যাল মিডিয়ার হাত ধরে রাণু মণ্ডল নামটি এখন বিশ্বের ঘরে ঘরে ৷ একটি গানেই নিজেকে দুনিয়ার কাছে তুলে ধরেছেন রানাঘাটের রাণু ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই রোজ রাণুকে নিয়ে খবর মত্ত দেশি-বিদেশি মিডিয়া ৷
একদিকে যখন মায়ের বিশ্বজোড়া নাম ৷ ঠিক তখনই সমালোচনার ঝড়ে আক্রান্ত রাণুর মেয়ে সাথী এলিজাবেথ রায় ৷ মায়ের জনপ্রিয়তার পর রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভিলেন হয়ে গেলেন রাণুর মেয়ে সাথী ৷ অনেকেই বলতে শুরু করলেন এমনি সময় মাকে পাত্তাই দিতেন না সাথী ৷ জনপ্রিয়তা আসার পরই সোজা মায়েক কাছে ৷ অনেকে তো এটাও বলতে শুরু করেন যে, টাকার গন্ধ পেয়েই নাকি স্টেশনে বসে থাকা মায়ের কাছে চট জলদি ছুট্টে এলেন সাথী ৷
advertisement
তবে সম্প্রতি নিজের নামে আসা এই অভিযোগকে ফুঁ দিয়ে উড়িয়েছেন রাণু মণ্ডলের মেয়ে সাথী ৷ সোজাসুজি সংবাদমাধ্যমকে সাথী জানিয়েছেন, ‘আমার নামে ওঠা সব অভিযোগ মিথ্যে ৷ আমি সব সময়ই মায়ের খোঁজ নিতাম ৷ আমার এক কাকার কাছে মায়ের নামে প্রত্যেক মাসে ৫০০ টাকা করে পাঠাতাম ৷ এমনকী, একদিন আমি দেখি, মা ধর্মতলার এক বাসস্ট্যান্ডে বসে রয়েছে ৷ আমি মাকে হাতে ২০০ টাকা দিয়ে বাড়ি ফিরে যেতে বলি ৷’
advertisement
advertisement
স্টেশনে গান গেয়েই যেখানে ভাইরাল হলেন রাণু, সেই কথাই নাকি জানতেন না তাঁর নিজের মেয়ে সাথী ৷ সংবাদমাধ্যমকে রাণুর মেয়ে সাথী জানিয়েছেন, ‘আমি নিজের বিধবা ৷ শিউড়িতে ছোট্ট একটা দোকান চালাই ৷ আমার ছোট্ট একটা বাচ্চা রয়েছে ৷ এর মধ্যেও আমি মাকে যতটা পাড়ি সাহায্য করি ৷ তার পরেই আমার নামে নানা অভিযোগ উঠছে ৷ সত্যি কথা বলতে, আমি জানতামই না, যে রেলওয়ে স্টেশনে বসে গান গায় !’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘মা স্টেশনে গান গাইত, আমি তো জানতাম-ই না !’ অকপট রাণু মণ্ডলের মেয়ে সাথী
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement