Ranojoy Bishnu: 'এখন ভাল আছি', জীবনের ওঠাপড়া যখন স্পটলাইটে, কী ভাবে মনের যন্ত্রণা দূর করেন রণজয়

Last Updated:

রণজয়ের কথায়, ''যা হচ্ছে হতে দাও। ইট ইস ওকে টু বি নট ওকে (ভাল না থাকাটাকে মেনে নেওয়া)। হতে হতে একটা সময় পর আমি দেখি, ওই হওয়াটা বন্ধ হয়ে যায়।''

#কলকাতা: গত এপ্রিল মাস থেকে বারবার শিরোনাম দখল করছেন রণজয় বিষ্ণু। সৌজন্যে তাঁর ব্যক্তিগত জীবন। শিরোনামে তাঁর সঙ্গে উঠেছে সোহিনী সরকারের নামও। তাঁদের প্রেমের সম্পর্কে ছেদ পড়ার জল্পনা থেকে বিচ্ছেদ পর্যন্ত, সমস্ত কিছু নিয়ে জলঘোলা হয়েছে। যদিও রণজয় বা সোহিনী, কেউই সে সব নিয়ে বিস্তারিত কিছু বলেননি।
তিন মাস পেরিয়ে গিয়েছে। ভাঙনের পর কী ভাবে নিজেকে ভাল রাখেন তাঁরা? সারা ক্ষণ মানুষের দৃষ্টি তাঁদের দিকে। এ ভাবে নজরবন্দি অবস্থায় কী ভাবে মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখেন? সব আলোর থেকে দূরে সরে লুকিয়ে যেতে ইচ্ছে করে?
advertisement
advertisement
বোহো ট্রাঙ্ক ক্যাফেতে নিউজ18 বাংলার মুখোমুখি রণজয়। মানসিক স্বাস্থ্যের যত্ন নিয়ে কথা বললেন টলি অভিনেতা।
রণজয়ের কথায়, ''সব জেনে বুঝেই অভিনয় জগতে এসেছি। জানি আমার ব্যক্তিগত জীবনে স্পটলাইট থাকবেই। প্রশ্ন শুনতেই হবে। অভিনেতা হওয়ার অঙ্গ এগুলি। তার জন্য আমি প্রস্তুত। কিন্তু হ্যাঁ, এটার জন্য আমি ফেক হতে পারব না। আমি যা, তা-ই থাকব। সত্যের থেকে লুকিয়ে যাব না। মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে আমি সেটা বুঝতে পারি। কথা বলার শুরুতে মনে হয়, তাঁদের থেকে আমি অনেক দূরে। পাঁচ-ছয় মিনিট কথা বলার পর বুঝতে পারি, অনেকটাই কাছে চলে এসেছি।''
advertisement
মানসিক যন্ত্রণা থেকে নিজেকে সারিয়ে তোলার জন্য নির্দিষ্ট কোনও পথ অবলম্বন করেন না রণজয়। এক এক সময় এক একটি কাজ তাঁকে সাহায্য করে। কখনও বই পড়া, কখনও বা গান শোনা, কখনও আবার বেড়াতে যাওয়া, কখনও আবার কিছু না করাও তাঁকে মানসিক ভাবে সুস্থ করে তোলে। রণজয়ের কথায়, ''যা হচ্ছে হতে দাও। ইট ইস ওকে টু বি নট ওকে (ভাল না থাকাটাকে মেনে নেওয়া)। হতে হতে একটা সময় পর আমি দেখি, ওই হওয়াটা পরে বন্ধ হয়ে যায়। নিজের অশান্ত সত্তাটা হাঁপিয়ে ওঠে। সব কিছু শান্ত হয়ে যায়। আমার ক্ষেত্রে এটা হয়েছে।''
advertisement
তার মানে মনের ভিতরের ঝড় শান্ত হয়েছে। ভাল আছেন রণজয়।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranojoy Bishnu: 'এখন ভাল আছি', জীবনের ওঠাপড়া যখন স্পটলাইটে, কী ভাবে মনের যন্ত্রণা দূর করেন রণজয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement