Rannvijay Replaced In MTV Roadies: ১৭ বছর পর আচমকা রোডিজ থেকে বাদ পড়লেন রণবিজয়! এবার মুখ কে?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ভক্তদের অনেকেরই প্রশ্ন, তবে কি প্রযোজনা সংস্থার সঙ্গে কোনও সমস্যা হল রণবিজয়ের (Rannvijay Replaced In MTV Roadies)।
#মুম্বই: এমটিভি রোডিজ, টেলিভিশনের দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় রিয়ালিটি শো। সেই শো-তে প্রায় ১৭ বছর ধরে সঞ্চালনার কাজ করছেন রণবিজয় সিং (Rannvijay Replaced In MTV Roadies)। প্রথমে প্রতিযোগী হয়ে জয়ী হয়ে পরে সেই শো-এরই সঞ্চালক হয়েছিলেন তিনি। এবার সেই শো থেকেই বাদ পড়লেন রণবিজয় সিং (Rannvijay Replaced In MTV Roadies)। রণবিজয় এই শো-এর মাধ্যমেই বিপুল জনপ্রিয়তা ও দর্শকের মনে জায়গা করেছেন। আচমকা রোডিজ থেকে চলে যাওয়া নিয়ে এমন খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
ভক্তদের অনেকেরই প্রশ্ন, তবে কি প্রযোজনা সংস্থার সঙ্গে কোনও সমস্যা হল রণবিজয়ের (Rannvijay Replaced In MTV Roadies)। এই শো-এর মুখ এককথায় রণবিজয় সিং, সেই থেকে অভিনয়ের দুনিয়াতেও জায়গা করেছেন তিনি। সেই রণবিজয়ই এবার থেকে আর নেই রোডিজে? প্রশ্ন তুলেছেন অনেকেই। আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে এমটিভি রোডিজের ১৯ তম সিজন। তার আগেই এমন খবরে ভক্তদের একাংশের মন খারাপ।
advertisement
আরও পড়ুন: মেটাভার্সে ঢুকতেই 'গণধর্ষণে'র শিকার ভারতীয় মহিলা, ভার্চুয়াল দুনিয়ায় ভয়ংকর কাণ্ড!
এ বিষয়ে রণবিজয় জানিয়েছেন, 'প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁর কোনওরকম গোলমাল বাঁধেনি। কিন্তু দুই তরফ থেকেই বিষয়টা ঠিকঠাক যাচ্ছিল না। আমাদের শিডিউলও খাপ খাচ্ছিল না। ভীষণই দুঃখজনক। সংশ্লিষ্ট চ্যানেলের সঙ্গে আঠেরো বছর ধরে বিভিন্ন শোয়ে কাজ করেছি। আমার এই যাত্রাপথের সাফল্যের চাবিকাঠির কাজ করেছে চ্যানেল। তবে প্রযোজনা সংস্থার সঙ্গে সমস্যা নেই।' এরই সঙ্গে জানা গিয়েছে, রোডিজে সঞ্চালক হিসেবে বড় চমক আনতে চলেছে প্রযোজনা সংস্থা।
advertisement
advertisement
আরও পড়ুন: চিড়িয়াখানায় ভালুকের খাঁচায় ৩ বছরের মেয়েকে ছুড়ে দিল মা, তার পর? হাড়হিম ভাইরাল ভিডিও
সূত্রের খবর, রণবিজয় সিংয়ের পরিবর্তে এবার রোডিজে সঞ্চালক হিসেবে দেখা যাবে সোনু সুদকে (Sonu Sood)। তিনিই এই শো-এর সঞ্চালক থেকে মেন্টর, সব দায়িত্বই নাকি সামলাবেন। আরও শোনা যাচ্ছে শো-এর ফর্ম্যাটও অনেকটাই বদলে যাচ্ছে। গ্যাং-লিডার ব্যাপারটাও নাকি এবার থেকে তুলে দেওয়া হবে। চলতি মাসের ১৪ তারিখ থেকে 'রোডিজ'-এর নতুন সিজনের শ্যুটিং শুরু হবে দক্ষিণ আফ্রিকায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 03, 2022 10:34 PM IST