Rani Rashmani Serial: শেষ হয়ে যাচ্ছে রানি রাসমণি ধারাবাহিক ! শেষ পর্বের শ্যুটিং সেরে মন ভার অভিনেতাদের !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Rani Rashmani Serial: শেষ হয়ে গেল রানি রাসমণি ধারাবাহিক ! অন্তিম পর্বের শ্যুটিং শেষ। মন ভার অভিনেতা থেকে পরিচালকের।
#কলকাতা: করুণাময়ী রাণি রাসমণি (Rani Rashmani Seria)। ছোট পর্দায় এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার সিরিয়াল প্রেমী মানুষেরা। রানি রাসমণি জীবনের লড়াই দিয়েই শুরু হয় এই ধারাবাহিক। রানির জীবনের নানা লড়াই উঠে এসেছে এই ধারাবহিকে। আর সেই চরিত্রকে পর্দায় যথাযথ ভাবে ফুটিয়ে তুলেছেন দিতিপ্রিয়া রায়। কিন্তু রানিমার মৃত্যুর পরেও এই ধারাবাহিককে টেনে নিয়ে যাওয়া হয়।
রাসমণির(Rani Rashmani Seria) সংসারের পরবর্তী সময় এবং শ্রী রামকৃষ্ণ ও মা সারদার জীবনের নানা গল্প পর্দায় ফুটে উঠতে দেখা যায়। রামকৃষ্ণের চরিত্রে সৌরভ সাহা অসাধারণ। তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শক। কিন্তু এবার এই ধারাবহিক শেষ হওয়ার পালা। গতকালই এই ধারাবহিকের শেষ পর্বের শ্যুটিং হবে গিয়েছে। দিতিপ্রিয়া থেকে সৌরভ, সন্দীপ্তা সকলের মন ভার। দিতিপ্রিয়া এই ধারাবাহিকে তাঁর অভিনয় পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও সেটে আসতেন।
advertisement
advertisement
তিনি(Rani Rashmani Seria) জানান, 'আজকের পর থেকে আর সেটে আসতে পারব না। সকলেই জানে আমি এখানে নিয়মিত আসতাম। এটা আমার পরিবারের মতো ছিল। কিন্তু এখন আর সেটা হবে না। কারণ এই সেটটাই আর থাকবে না। তাই মন খারাপ তো হচ্ছেই।" একই সুরে সুর টেনে সৌরভ সাহাও বলেন, " আমি আর নিজেকে আপনাদের প্রিয় গদাধর বলতে পারবো না। বলবো আমি গদাধর ছিলাম। তবে মানুষ যা ভালবাসা আমাদের দিয়েছেন তা সত্যিই অভাবনীয়।"
advertisement
এই ধারাবহিকের(Rani Rashmani Seria) সঙ্গীত পরিচালক উপালী চট্টোপাধ্যায় তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট লেখেন। সেখানে তিনি লেখেন, " করুণাময়ী রাণি রাসমণির শেষ শুটিং ও শেষ রেকর্ডিং। ৫ বছরের এক সুদীর্ঘ পথ পেরোলাম আমরা সবাই একসাথে। সেই শুরুর দিনের মিটিং থেকে, হাজার ঝড়-ঝঞ্ঝা-মেঘ-রৌদ্র-সুখ-দুখ কাটিয়ে আজ তরী এসে ভিড়লো শান্তি পারাবারে। এই সফর শুধুমাত্র একটি টানটান প্রফেশনাল সফর নয়, আমি অনুভব করি, এই চলা ছিল এক আধ্যাত্মিক সফর। যে ক'জন মানুষ এই কাজে যুক্ত ছিলেন, থাকলেন, তাঁরা কোনো না কোনোভাবে সেই পথে হাঁটলেন। গানের একদল ঐক্যবদ্ধ সৈনিক নিয়ে কাজ করলাম এই পাঁচ বছর, প্রত্যেককে আমার অন্তরের সুগভীর ভালোবাসা জানাই। তোমরা ছিলে আমার কন্ঠ, মন ও আমার ভাবনার ধারক। মা ভবতারিণী তোমাদের কল্যাণ করুন। গভীর ধন্যবাদ জানাই, জি বাংলাকে এমন একটি ইতিহাসে আমাকে জুড়ে নেওয়ার জন্য।" এর পর তিনি ধারাবাহিকের পরিচালক থেকে স্টোরি রাইটার এবং সমস্ত কলা কুশলী থেকে টেকনিশানস সকলকে শুভেচ্ছা জানান।
advertisement
আরও পড়ুন: কোথাও কি কিছু পুড়ছে? দীপিকা-সিদ্ধান্তের চুমু চর্চায় ! সইতে পারলেন না রণবীর ! যা করলেন তিনি
দীর্ঘ জার্নির পর শেষ হচ্ছে এই ধারাবহিক(Rani Rashmani Seria)। স্বাভাবিক ভাবেই সকলের মন ভার। তবে রানি রাসমণির পরিবারের শেষের দিকটা খুব একটা সুখকর ছিল না। সে গল্প ভাঙনের। তবে আলোকময় ছিল শ্রী রামকৃষ্ণ পর্ব। সিরিয়াল শেষ হয়ে যাওয়ার কথঅ শুনেই অনেক দর্শক জানিয়েছেন শ্রী রামকৃষ্ণকে নিয়ে কিছু করার। দেখা যাক ভবিষ্যতে পরিচালক কী ভাবেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 12, 2022 3:42 PM IST