Rani Mukherjee at National Award: মেয়েকে কেন জাতীয় পুরষ্কারে আনার অনুমতি দেওয়া হয়নি জানালেন রানি, 'আমাদের বলা হয়েছিল..'

Last Updated:

Rani Mukherjee at National Award: "মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে" ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে রানি তাঁর মেয়ে আদিরার নাম খোদাই করা একটি লকেট পরেছিলেন।

News18
News18
সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে ছবিতে। এই সপ্তাহের শুরুতে রানি মুখোপাধ্যায় জাতীয় পুরস্কার পেয়েছেন। “মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে” ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে রানি তাঁর মেয়ে আদিরার নাম খোদাই করা একটি লকেট পরেছিলেন। রানির গলার হার সকলের দৃষ্টি আকর্ষণ করলেও অভিনেত্রী এখন প্রকাশ করেছেন যে মেয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারার কারণেই তিনি এটি পরেছিলেন।
সম্প্রতি ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে রানি প্রকাশ করেন যে তার মেয়ে জাতীয় পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে চেয়েছিল। তবে, তাঁদের বলা হয়েছিল যে ১৪ বছরের কম বয়সীদের প্রবেশাধিকার নেই। আদিরা মায়ের সঙ্গে অনুষ্ঠানে যেতে পারবে না বলেই রানি তার নামের একটি লকেট পরার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুনঃ বেপরোয়া গাড়ি চালানোর পর এক ব্যক্তিকে গালিগালাজ করলেন বরুণ ধাওয়ানের ড্রাইভার? ভিডিওতে দেখা যাচ্ছে নায়ক পরিস্থিতি সামলাতে নামলেন রাস্তায়
“ও জাতীয় পুরস্কার অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য কান্নাকাটিও করেছে। আমাদের বলা হয়েছিল যে ১৪ বছরের কম বয়সীদের আসার অনুমতি নেই। আমি বলতে বাধ্য হয়েছিল যে তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। সে বলেছিল যে আমার বিশেষ দিনে আমার সঙ্গে থাকতে পারবে না এটা অন্যায়। তখন আমি বলেছিলাম চিন্তা করো না, আমার বিশেষ দিনে তোমাকে আমার সঙ্গেই রাখব,” রানি জানিয়েছেন।
advertisement
advertisement
“ওই আমার লাকি চার্ম। আমি তাকে আমার সঙ্গে রাখতে চেয়েছিলাম এবং এটাই সবচেয়ে সহজসাধ্য ছিল,” তিনি আরও যোগ করেন।
“ইনস্টাগ্রামে যাঁরা রিল এবং স্নিপেটগুলি তৈরি করেছেন, লিখেছেন যে রানি তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি আদিরাকে সেগুলো দেখিয়েছিলাম, এটি তাকে শান্ত করেছিল,” অভিনেত্রী শেয়ার করেছেন।
advertisement
রানি তার ২০২৩ সালের সিনেমার জন্য জাতীয় পুরষ্কার জয়ের প্রসঙ্গে বলেন, “মিসেস চ্যাটার্জির চরিত্রে আমি যা দিয়েছি, আসলে আমার মায়ের মডেলে তুলে ধরেছি। জন্মগ্রহণকারী এবং সেখানে বেড়ে ওঠা বাঙালি নারীদের মধ্যে একমাত্র মা-ই সবচেয়ে কাছের। কারণ আমি আমার জীবন মুম্বইতে কাটিয়েছি এবং বড় হয়েছি।”
“আমি তাই একমাত্র আমার মায়ের কথা ভাবতে পারি দেবিকার চরিত্রটি ঠিক কেমন হবে তা বোঝাতে। আমিও তো তা-ই দেখেছি, মা আমাকে কীভাবে মানুষ করেছেন। আমার মাকে পুরোপুরি আমার মাথায় গেঁথে নিয়েছিলাম এবং আমি দেবিকার চরিত্রে সেভাবে অভিনয় করেছি,” তিনি আরও যোগ করেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rani Mukherjee at National Award: মেয়েকে কেন জাতীয় পুরষ্কারে আনার অনুমতি দেওয়া হয়নি জানালেন রানি, 'আমাদের বলা হয়েছিল..'
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement