Bollywood News: বেপরোয়া গাড়ি চালানোর পর এক ব্যক্তিকে গালিগালাজ করলেন বরুণ ধাওয়ানের ড্রাইভার? ভিডিওতে দেখা যাচ্ছে নায়ক পরিস্থিতি সামলাতে নামলেন রাস্তায়
- Published by:Salmali Das
- Reported by:Trending Desk
Last Updated:
ছবি রিলিজের আগে বিতর্ক কি আদতে উপকারই করে? ঠিক যাকে ইংরেজিতে বলা হয়ে থাকে নেগেটিভ পাবলিসিটি? প্রশ্নগুলো উঠছে, কেন না এরকম একটা পরিস্থিতিতেই এখন রয়েছেন বরুণ ধাওয়ান।
ছবি রিলিজের আগে বিতর্ক কি আদতে উপকারই করে? ঠিক যাকে ইংরেজিতে বলা হয়ে থাকে নেগেটিভ পাবলিসিটি? প্রশ্নগুলো উঠছে, কেন না এরকম একটা পরিস্থিতিতেই এখন রয়েছেন বরুণ ধাওয়ান।
বরুণ ধাওয়ান বর্তমানে তাঁর নতুন মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’র প্রচারে ব্যস্ত। এরই মধ্যে সম্প্রতি অভিনেতার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে একজন ব্যক্তি বরুণ ধাওয়ানের ড্রাইভারের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে অভিনেতা একজন কর্মকর্তার উপস্থিতিতে শান্তভাবে পরিস্থিতি সামাল দিচ্ছেন।
advertisement
আরও পড়ুনঃ রণক্ষেত্র দিল্লি মেট্রোর কোচ, দুই মহিলায় ধুন্ধুমার, সিট সব খালি দেখে ঝগড়ার কারণ নিয়ে ধন্দে সবাই
advertisement
ভিডিওটি রেডিটে আলোচনার ঝড় তুলেছে, সোশ্যাল মিডিয়া ইউজাররা বরুণ ধাওয়ানের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রশংসা করছেন, কোনও আক্রমণাত্মক আচরণ না করার প্রশংসাও করেছেন। ভিডিওতে থাকা ব্যক্তিটিকে বলতে দেখা যাচ্ছে, “ইনহোনে মেরে উপর গাড়ি চালায়া, অউর উল্টা সিধা গালি দে রহা হ্যায়।” লোকটি বরুণের কাছে অভিযোগ করলে নায়কের তাঁকে মিষ্টি করে “ঠিক হ্যায়, ঠিক হ্যায়” বলে তাকে শান্ত করার চেষ্টা করতে দেখা যাচ্ছে। পরিস্থিতি যখন উত্তপ্ত হতে থাকে, বরুণ গাড়িতে চলে যান।
advertisement
“বাস্তব জীবনে এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য বরুণের কাছে যথেষ্ট বুদ্ধি আছে; সে শান্ত স্বভাবের, খুব বেশি আবেগপ্রবণ বা আক্রমণাত্মক নয়,” একজন ইউজার লিখেছেন। আরেকজন ভক্ত শেয়ার করেছেন, “ভাই নে সহি হ্যান্ডেল কিয়া। হানজি হানজি করকে বিনা কোই নাটক হুয়ে নিকাল গয়া।”
“একটি ছোট দুর্ঘটনার পর ড্রাইভার কিছুটা রাগ দেখিয়েছিল এবং গালিগালাজ করেছিল। তা, এ আর এমন বড় ব্যাপার কী?? আমাদের মধ্যে বেশিরভাগই কি এমন পরিস্থিতিতে একই রকম প্রতিক্রিয়া দেখাবে না? আর, যেহেতু এগুলো তার ড্রাইভারের কাজ, তাই বরুণকে এতে টেনে আনার কোনও মানে হয় না!” অন্য একজন ইউজার লিখেছেন।
advertisement
বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর তাঁদের রোম্যান্টিক কমেডি ছবি ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন, যা পরিচালনা করেছেন শশাঙ্ক খৈতান। ছবিটি ২ অক্টোবর, ২০২৫ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি প্রেক্ষাগৃহে ‘কান্তারা ২’-এর সঙ্গে জোর টক্করের মুখে পড়বে।
“অবশ্যই কান্তারা খুব বড় একটা ছবি। প্রথমটা অসাধারণ ছিল। আমার নিজেপও এটা পছন্দ হয়েছে। কিন্তু আমাদের ছবিটা একেবারেই আলাদা। আমার মনে হয় সব ধরনের ছবির জন্য এখানে যথেষ্ট জায়গা আছে,” বক্স অফিসে লড়াইয়ের প্রেক্ষাপটে নিজে কী ভাবছেন সেই প্রসঙ্গে বরুণ এ কথা বলেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 29, 2025 2:10 PM IST