#মুম্বই: শেষমেশ প্রকাশ্যে এল রানি মুখোপাধ্যায়ের মেয়ে আদিরার ছবি ৷ তাও আবার জন্মদিনের দিন ৷ রানি মুখোপাধ্যায় তাঁর মেয়ের ছবি নিজেই ট্যুইটারে আপলোড করলেন ৷ সঙ্গে মেয়েকে লিখলেন চিঠি ৷ এটাই তাঁর মেয়েকে দেওয়া জন্মদিনের উপহার ৷
পরিচালক আদিত্য চোপড়াকে গোপনে বিয়ে করেছিলেন রানি মুখোপাধ্যায় ৷ বিয়ের কথা টের পায়নি গোটা দেশও ৷ তারপর এক বছরের মাথাতেই জন্মালো কন্যা সন্তান ৷ সেই মেয়েকেও রাখলেন লোক চক্ষুর আড়ালে ৷ মেয়ের নাম দিলেন আদিরা ৷
Rani Mukerji Chopra writes a heartfelt note to her daughter Adira on the eve of her first birthday. pic.twitter.com/XNhf14DNdO
— Yash Raj Films (@yrf) December 8, 2016
সেই আদিরাই এক বছরে পা দিল ৷ আর প্রথম জন্মদিনেই গোটা দেশকে রানি নিজে হাতেই পরিচয় করিয়ে দিল আদিরার সঙ্গে ৷ ঘুমন্ত আদিরার পাশে রানি মা ! এই ছবি যশরাজ ফিল্মসের ট্যুইটারে শেয়ার করলেন রানি ৷
মেয়ের জন্মদিনের দিনই মুক্তি পেল আদিত্য চোপড়ার নতুন ছবি ‘বেফিকরি’ ৷ ছবিতে রয়েছেন রণবীর সিং, বাণী কাপুর ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Adira, Aditya Chopra, Baby, Befikre, Rani Mukherjee