আমার দিদিকে ছেড়ে দিন ! সোশ্যাল মিডিয়ায় সরব কঙ্গনার বোন রঙ্গোলি

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: মুক্তি পেয়েছে মণিকর্ণিকা ৷ বক্স অফিসে দুর্বার গতিতে এগিয়েও চলেছে কঙ্গনা রানাওয়াতের রানি লক্ষ্মীবাঈ অবতার ৷ সমালোচক থেকে দর্শক সবাই কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ ৷ ঠিক এই সময়ই নতুন করে মণিকর্ণিকা নিয়ে শুরু হল বিতর্ক ৷ সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিতর্ক টানলেন, ছবির পরিচালক কৃশ !

    বক্স অফিস বুঁদ মণিকর্ণিকার ম্যাজিকে ৷ আর তা দেখে রীতিমতো ক্ষেপে আগুন ছবির পরিচালক কৃশ ৷ হাবেভাবে কৃশ জানিয়েছেন, মণিকর্ণিকা নিয়ে মোটেই খুশি নয় তিনি ৷ কারণ, নাকি পুরো সাফল্যের আলোটা কেড়ে নিচ্ছেন কঙ্গনা নিজেই ! আর এই কারণেই নাকি সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার নামে কুৎসা রটিয়ে বেড়াচ্ছেন ৷ উপরের এ সব কটা অভিযোগই পরিচালক কৃশের নামে করেছেন কঙ্গনার বোন রঙ্গোলি ৷

    শুধু তাই নয়, রঙ্গোলি ট্যুইটারে সোজাসুজি পরিচালক কৃশকে লিখলেন, ‘মেনে নিলাম, আপনিই ছবির পরিচালক ৷ এবার একটু থামুন ৷ এই ছবির আসল ফেসই হল কঙ্গনা ৷ দিদিকে এবারটা ছেড়ে দিন ৷ একটু সাফল্য এনজয় করতে দিন ৷’

    First published:

    Tags: Kangana, Krish, Manikarnika, Rangoli Chandel