Randeep Hooda : হাসপাতালে ভর্তি হলেন রণদীপ হুডা! বড় অস্ত্রোপচার হবে অভিনেতার
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Randeep Hooda : খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেন। অনেকেই দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন।
#মুম্বই: বড় অস্ত্রোপচার হতে চলেছে বলিউড অভিনেতা রণদীপ হুডার (Randeep Hooda)। ইনস্পেক্টর অবিনাশ নামে এক ওয়েব সিরিজের শ্যুটিং করছিলেন রণদীপ। তখনই গুরুতর চোট লাগে অভিনেতার। চোট লাগার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেন। অনেকেই দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন। কিন্তু সুস্থ হতেই এই অস্ত্রোপচার করাতে হবে রণদীপকে।
জানা যাচ্ছে, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে হাঁটুতে অস্ত্রোপচার হবে রণদীপের (Randeep Hooda)। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছেন তিনি। ওয়েব সিরিজের সহ অভিনেতা অমিত সিলাইয়ের সঙ্গে একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করছিলেন রণদীপ। তখনই চোট পান অভিনেতা।
advertisement
advertisement
তবে এই প্রথম নয়। এর আগেও ২০২১ এ এই একই হাঁটুতে চোট পেয়েছিলেন রণদীপ (Randeep Hooda)। সেই সময়ে সলমন খানের সঙ্গে রাধে ছবির শ্যুটিং করছিলেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে সেই খবর জানিয়েছিলেন রণদীপ। অভিনেতা লিখেছিলেন, "১৯৭৬ সাল থেকে আমায় রক্ষা করছেন যিনি, তিনি আমার বাবা, বন্ধু, শিক্ষক। সে আমি যেখানেই থাকি না কেন। হ্যাপি বার্থডে বাবা ডক্টর রণবীর সিং হুডা। তিনি আমার হাঁটু পরীক্ষা করছেন যেখানে আমি চোট পেয়েছি রাধে ছবির শ্যুটিং এর সময়ে।"
advertisement
advertisement
জানা যাচ্ছে ওয়েব সিরিজের শ্যুটিং শেষ করে তবেই অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা। কাজের দিক থেকে আগামীতে বেশ কিছু কাজ আছে অভিনেতার হাতে। নেটফ্লিক্সে তাঁর ছবি 'CAT' মুক্তি পাবে। এছাড়া ইলিয়ানা ডিক্রুজের সঙ্গে ইলিয়ানা ডিক্রুজের সঙ্গে ছবিতে অভিনয় করবেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 02, 2022 8:06 PM IST