ডিজনি হটস্টারের ওয়েব সিরিজ হিউম্যান বেশ সাড়া ফেলেছে। এই সিরিজে অভিনেত্রী শেফালি শাহ চুমু খেয়েছেন কীর্তি কুলহারিকে। দুই নারীর চুম্বন দৃশ্য। অভিনেত্রীদের কাছে কি এই দৃশ্যে অভিনয় করা খুব সহজ ছিল? সম্প্রতি এক সাক্ষাৎকারে শেফালি এই নিয়ে কথা বললেন।
2/ 6
কীর্তি এর আগে এক সংবাদমাধ্যমের কাছে বলেন যে, এক মহিলাকে চুম্বন করার দৃশ্যে অভিনয় করা নিয়ে বেশ নার্ভাস ছিলেন তিনি। বুঝতে পারছিলেন না কেমন ভাবে করবেন। কীর্তি ভয় পাচ্ছিলেন, শেফালির প্রতি যদি তিনি চুমু খাওয়ার সময়ে যৌন আকর্ষণ অনুভব করেন।
3/ 6
কীর্তির এই প্রতিক্রিয়ার উত্তর দিয়েছেন শেফালি। পিঙ্কভিলার এক সাক্ষাৎকারে শেফালি জানিয়েছেন, কীর্তির কাছেই ভার্জিনিটি হারিয়েছেন তিনি। কারণ এই প্রথম তিনি অনস্ক্রিন চুমুর দৃশ্যে অভিনয় করলেন।
4/ 6
তবে মহিলাকে চুমু খাওয়া নিয়ে খুব একটা উদাসীন ছিলেন না তিনি। বরং বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়েছেন বলেই জানান শেফালি।
5/ 6
কীর্তি সংবাদমাধ্যমের কাছে বলেছেন, "আপনারা শুনেছেন কীর্তি কী বলেছেন। আসলে আমি কীর্তির কাছে ভার্জিনিটি হারিয়েছি। কারণ অনস্ক্রিন আমি এই প্রথম চুমু খেলাম।"
6/ 6
প্রসঙ্গত, ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছে এই সিরিজ। সিরিজটি বেশ সাড়া ফেলেছে। এমনকি IMDB তে এর রেটিং ৮.৫। চিকিৎসকের চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রীদের।