শর্মিলা মাইতি
#মুম্বই: রণদীপ হুডা হলিউড প্রজেক্টে শুটিং করে এলে মিডিয়াতে বড় খবর হয়। নিঃসন্দেহে সেটা বড়সড় ব্যাপার। কিন্তু দেশে ফেরার পর তিনি যা করলেন, তাতে মানুষ হিসেবে তিনি কতটা উচ্চদরের সেটা জানতে পারল গোয়ার বাসিন্দারা। প্রকৃতিকে বাঁচাতেই হবে, এ নিয়ে বার বার বলিষ্ঠ মতামত দিয়েছেন রণদীপ হুদা। হাজার হাজার গোয়াবাসী জড়ো হয়েছিলেন চান্দর গ্রামে। দক্ষিণ গোয়ায় অবস্থিত এই গ্রাম। মারগাঁও ও সানভরদেমের মাঝখানে রেললাইন তৈরীর জন্য সত্তর হাজার পূর্ণবয়স্ক গাছ কাটা হবে। মধ্যরাতে তাঁরা প্রতিবাদ মিছিল জড়ো হন। নির্বিচারে অরণ্য ধ্বংস করতে দেবেন না তাঁরা, এমনই ছিল তাঁদের দাবী। বন্ধ করতে হবে সরকারের এই পদক্ষেপ। তখনও মিডিয়ার নজরে আসেনি এই প্রতিবাদ। রাজনৈতিক হস্তক্ষেপে।
রণদীপ হুডা তাঁদের পাশে দাঁড়ালেন। নিজে দেখা করেছেন শুধু নয়, টুইটারে সবার কাছে বার্তা পৌঁছে দিলেন তিনি।
Let’s stand with Goans protesting the proposed loss of 70k trees & destruction of biodiversity hub in #Mollem a #Tiger habitat for doubling the railway line to make Goa into a Coal transport hub instead.Why not go around the Eco sensitive zone? #SaveMollem https://t.co/9r1k82qH93 pic.twitter.com/c5mDfnjEEs
— Randeep Hooda (@RandeepHooda) November 7, 2020
শুধুমাত্র রেললাইন তৈরির জন্য গোয়ার মতো প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এক রাজ্যে এমন সিদ্ধান্ত নেওয়া অনুচিত, জানিয়েছেন তিনি। টুইটারে লিখেছেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Randeep Hooda