Home /News /entertainment /
আলিয়াকে কাছছাড়া করতে চাইছেন না রণবীর! ছবি দেখলে চমকে উঠবেন...

আলিয়াকে কাছছাড়া করতে চাইছেন না রণবীর! ছবি দেখলে চমকে উঠবেন...

আরও একটি মিষ্টি মুহূর্ত

আরও একটি মিষ্টি মুহূর্ত

Ranbir Alia Wedding: ছবিতে রয়েছেন মহেশ ভাট, শাহীন ভাট, সোনি রাজদান, টিনা রাজদান, নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহনি এবং তার মেয়ে সামাইরা। রয়েছেন রিমা জৈন এবং নিতাশা নন্দাও রয়েছেন৷

 • Share this:

  #মুম্বই:   সাত পাকে বাঁধা পড়েছেন রণবীর-আলিয়া৷ বিয়ের সাজে নবদম্পতির দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না৷ আপাতত রণবীর আর আলিয়া দু'জনেই আছেন দেশের দুই প্রান্তে। ‘রকি অউর রানি’র শ্যুটে আলিয়া রাজস্থানে আর রণবীর কাপুর হিমাচলে ‘অ্যানিমাল’-এর শ্যুটে৷

  আরও পড়ুন : ১ ডজন পাউরুটির লোফে সবসময়ই ১২ টার বেশি স্লাইস থাকে!এই অদ্ভুত রীতির কারণ কী?

  এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি৷ ছবিতে দেখা যাচ্ছে রণবীর আলিয়াকে কাছছাড়া করতে চাইছেন না৷  ছবিটি অন্য কেউই শেয়ার করেননি৷ করেছেন আলিয়ার মা সোনি রাজদানের বোন- টিনা রাজদান৷ আলিয়া একটি উজ্জ্বল কমলা রঙের সালোয়ার কামিজ বেছে নিয়েছেন, আর রণবীর একটি বেইজ কুর্তা পরেছেন। ছবিতে রয়েছেন মহেশ ভাট, শাহীন ভাট, সোনি রাজদান, টিনা রাজদান, নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহনি এবং তার মেয়ে সামাইরা। রয়েছেন রিমা জৈন এবং নিতাশা নন্দাও রয়েছেন৷ 

  আপাতত আলিয়া ভাট আর রণবীর কাপুরের বিয়ে দেশের বিনোদন জগতের সবচেয়ে বড় খবর। টানা প্রায় পাঁচ বছর ডেটের পরে  সাত পাকে বাঁধা পড়লেন ব্রহ্মাস্ত্রের সহ-অভিনেতা রণবীর কাপুর এবং আলিয়া ভাট! শুধু বলিউড নয়, গোটা দেশের নজর ছিল এই বিয়ের দিকেই।

  বুধবারই মুম্বইয়ের পালি পাহাড়ে রণবীর কাপুরের বাসভবন বাস্তুতে বিবাহের উৎসব অনুষ্ঠিত হয়। করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, করণ জোহর, মহেশ ভাট, অয়ন মুখোপাধ্যায়, সইফ আলি খান এবং অন্যান্য ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন৷

   বিয়েতে একেবারেই কম মেক-আপে দেখা গিয়েছিল আলিয়াকে! অন্য গতে হেঁটে বিয়ের দিন 'রাজি' স্টারকে দেখা যায় খোলা চুলে, ওড়না দিয়ে। দিয়েছিলেন। পরণে ছিল সব্যসাচীর সাদা- সোনালী কম্বিনেশনের শাড়ি৷
  Published by:Rachana Majumder
  First published:

  Tags: Alia Bhatt, Alia Bhatt-Ranbir Kapoor Wedding

  পরবর্তী খবর