Ranbir Kapoor Alia Bhatt Wedding: বড় খবর! এই কারণেই নাকি পিছিয়ে যাচ্ছে রণবীর-আলিয়ার বিয়ে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
কিন্তু মঙ্গলবার আরও বড় খবর সামনে এসেছে। পিছিয়ে যাচ্ছে রণবীর আলিয়ার বিয়ে? (Ranbir Kapoor Alia Bhatt Wedding)
#মুম্বই: বলিউডে এখন সবচেয়ে বড় খবর রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে। কিন্তু বিয়ের দিনক্ষণ নিয়ে নানা মহলে নানা জল্পনা। দুই তারকার তরফে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। ফলে ধন্দ আরও বেড়েছে। কখনও শোনা গিয়েছে, ১৭ এপ্রিল বিয়ে করছেন রণবীর-আলিয়া, কখনও আবার জানা গিয়েছে ১৪ এপ্রিল কিংবা ১৫ এপ্রিলই চারহাত এক হচ্ছে দুই তারকার। কিন্তু মঙ্গলবার আরও বড় খবর সামনে এসেছে। (Ranbir Kapoor Alia Bhatt Wedding)
শোনা যাচ্ছে, রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে পিছিয়ে যাচ্ছে। একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়ার ভাই রাহুল ভাট দাবি করেছেন, ১৩ বা ১৪ এপ্রিল বিয়ে করছেন না আলিয়া। নিরাপত্তার কারণেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন দুই তারকা। শোনা যাচ্ছে, বিয়ে পিছিয়ে দিচ্ছেন তাঁরা। মিডিয়াতে বিয়ের দিন প্রকাশ্যে চলে আসার পরই নিরাপত্তা নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। তার জেরেই নাকি বিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রণবীর ও আলিয়া। তবে বিয়ের দিন হিসেবে তাঁরা ১৪ এপ্রিলকে বেছে নিয়েছিলেন বলেই দাবি করেছেন রাহুল ভাট।
advertisement
আরও পড়ুন: ডাক্তাররা চোখ টেনেই শরীরের হিমোগ্লোবিন দেখেন, কীভাবে রক্তের ঘাটতি মেটাবেন জানেন?
শোনা গিয়েছে, বিয়ের মূল অনুষ্ঠানের চারদিন আগে থেকেই শুরু হবে সেলিব্রেশন। ইতিমধ্যেই বিয়ের আসরে সাজানো শুরু হয়ে গিয়েছে বলেই খবর। ১৩ এপ্রিল থেকেই বিয়ের নানা অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এবং বিয়ে হবে পঞ্জাবি রীতি মেনেই। যদিও দুই পরিবারই বিয়ে নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি। সূত্রের খবর, 'কাপুরদের কাছে পরিবার হল তাঁদের বিশ্ব। কাপুরদের পরিবারের ঐতিহ্য বজায় রেখেই এই বিয়ে হবে।' কিন্তু এখন বিয়ে হবে কিনা তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।
advertisement
advertisement
আরও পড়ুন: 'আমার সারাদিন শুধু তুমি তুমি করে', ভোটের সকালে হঠাৎ কার উদ্দেশে গান ধরলেন বাবুল সুপ্রিয়?
ইতিমধ্যেই কাপুরদের বাড়ি সেজে উঠেছে বিয়ের আলোয়। বিয়ের জোরদার প্রস্তুতি চলছে খানদানী ঠিকানা, কৃষ্ণা রাজ বাংলোয়। রবিবার ইনস্টাগ্রামে সেই ছবির দেখা মিলতেই তোলপাড়। খানদানী বাড়ির বিয়ের সাজের দৃশ্য সংবাদমাধ্যমের ক্যামেরাবন্দি হয়েছে। দেখা যাচ্ছে, আলোর মালা হাতে তৎপরতার সঙ্গে কাজ করে চলেছেন কর্মীরা। তবে বিয়েতে খুব ঘনিষ্ঠরাই শুধু উপস্থিত থাকবেন। প্রথমে শোনা যাচ্ছিল, ৪০-৪৫ জন এর মধ্যে অতিথি নিমন্ত্রিত। কিন্তু এক সংবাদমাধ্যমের কাছে আলিয়ার দাদা রাহুল ভাট জানিয়েছেন যে বিয়েতে মাত্র ২৮ জন নিমন্ত্রিত।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 12, 2022 11:13 AM IST