Ranbir Kapooor Alia Bhatt wedding : রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে প্রথম প্রতিক্রিয়া দীপিকার! কী বলছে নেটিজেন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Ranbir Kapooor Alia Bhatt wedding : বুধবার পরিচালক অয়ন মুখোপাধ্যায় ব্রহ্মাস্ত্র ছবির এক ঝলক প্রকাশ করেন। পাশাপাশি জানান, আলিয়া ও রণবীর নতুন জীবনের শুরু করতে চলেছেন। তাঁদের জন্য উপহার স্বরূপ এই ভিডিও শেয়ার করেছেন তিনি।
#মুম্বই: আজ বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়তে চলছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। বহুদিন ধরেই বিয়ের জল্পনা চলছিল। অবশেষে অপেক্ষার অবসান। আজই কাপুর ও ভাট পরিবারের মেলবন্ধন হতে চলেছে। দুই পরিবারে এখন বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। বি-টাউনও এখন তাঁদের বিয়েতেই সরগরম।
বুধবার পরিচালক অয়ন মুখোপাধ্যায় ব্রহ্মাস্ত্র ছবির এক ঝলক প্রকাশ করেন। পাশাপাশি জানান, আলিয়া ও রণবীর নতুন জীবনের শুরু করতে চলেছেন। তাঁদের জন্য উপহার স্বরূপ এই ভিডিও শেয়ার করেছেন তিনি। অয়নই আলিয়া ও রণবীরের বিয়ের সমস্ত জল্পনা স্পষ্ট করে দেন। আর এই বিয়েতে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়ে ফেলেছেন রণবীরের প্রাক্তন প্রেমিকা তথা অভিনেত্রী দীপিকা পাডুকোন।
advertisement
advertisement
ব্রহ্মাস্ত্র-র ভিডিওটি অয়নের সঙ্গে করণ জোহরও শেয়ার করেছেন। দুজনের শেয়ার করা পোস্টই লাইক করতে বেশি সময় নেননি দীপিকা। আর এই বিষয়টি চোখ এড়ায়নি নেটিজেনের। এক সময়ে বেশ তিক্ত ভাবেই সম্পর্ক শেষ হয়েছিল রণবীর ও দীপিকার। দীপিকাকে অভিনেতা প্রতারণা করেছিলেন বলেও শোনা যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। অন্যদিকে আলিয়া ভাটের সঙ্গে দীপিকা ও রণবীর সিং দুজনেরই সম্পর্ক ভাল। তাই এখন রণবীর কাপুরের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীপিকার।
advertisement
বলিউডের আরও তারকারা আলিয়া রণবীরের এই ভিডিওতে শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, ব্রহ্মাস্ত্র ছবি থেকেই প্রেম শুরু দুজনের। তাই এই ছবি এই তারকা জুটির খুব কাছের। সেই ছবিরই প্রথম গানের এক ঝলক দিয়ে অয়নই নিশ্চিত করেছেন, সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন রালিয়া। ভিডিও শেয়ার করে তিনি লিখছেন, "রণবীর ও আলিয়ার জন্য। খুব শীঘ্রই ওরা যে পবিত্র যাত্রা শুরু করতে চলেছে তার জন্য।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 14, 2022 10:44 AM IST