বিয়ের ৩ মাসের মধ্যে দু্ঃসংবাদ! জটিল রোগে আক্রান্ত রানা দগ্গুবতী
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
নিজের অসুস্থতার কথা স্বীকার করে নেন রানা । কথা বলতে বলতে তাঁর চোখে জল চলে আসে । রানা জানান, ৩০ শতাংশ মৃত্যুর সম্ভাবনা রয়েছে তাঁর।
#হায়দরাবাদ: ‘বাহুবলী’র সেই বল্লালদেবকে মনে আছে তো? তাঁকে ভোলে এমন কার সাধ্যি? সেই পেটানো চেহারা, সেই পেশীশক্তি, সেই কঠিন মুখটা...পর্দায় দেখেও যা ভয় ধরিয়েছিল মানুষের মনে ৷ সেই বল্লালদেবের এমন হাড় জিরজিরে চেহারা দেখে চমকে উঠেছিলেন নেটিজেনরা ৷ যেন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছেন তিনি । কিন্তু এর পিছনে আসল কারণটা কখনওই খোলসা করে বলেননি রানা ।
এর আগেও একবার শোনা গিয়েছিল তাঁর অসুস্থতার খবর । সে সময় রটেছিল, অভিনেতার কিডনি বিকল হয়ে গিয়েছে । তাই তাঁর কিডনি প্রতিস্থাপন করতে হবে । এ জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে তাঁকে, এমনটাও শোনা গিয়েছিল । কিন্তু সে সময় এ সব খবর গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন রানা । এরপর থেকেই রানার শরীর ক্রমশ ভেঙে পড়তে দেখা যায় । এ বছরের অগাস্ট মাসে মিহিকা বাজাজের সঙ্গে বিয়ে হয়েছে রানার । বিয়ের ছবিতেও তাঁর সেই পেশিবহুল চেহারার দেখা মেলেনি ।
advertisement
advertisement
advertisement
অবশেষে একটি চ্যাট শোয়ে এসে নিজের অসুস্থতা নিয়ে মুখ খুললেন অভিনেতা । অভিনেত্রী ও রানার বান্ধবী সামান্থা আক্কিনেনি’র জনপ্রিয় চ্যাট শো ‘শ্যাম জ্যাম’-এ এসে নিজের অসুস্থতার কথা স্বীকার করে নেন রানা । কথা বলতে বলতে তাঁর চোখে জল চলে আসে । শোয়ের সঞ্চালিকা সামান্থাও কেঁদে ফেলেন । রানা জানান তিনি জটিল এক রোগে আক্রান্ত ।
advertisement
রানা বলেন, ‘‘জীবন যখন সামনের দিকে এগতে চায়, তখন হঠাৎই থামার বোতামটা সেখানে চলে আসে । ব্লাড প্রেসার, হার্টের পাশে ক্যালসিফিকেশন, কিডনি ফেলিওর... এখানে ৭০ শতাংশ সম্ভাবনা আছে স্ট্রোক বা হ্যামারেজ হওয়ার...আর ৩০ শতাংশ মৃত্যুর ।’’
রানার এই কথা শুনে চোখের জল ধরে রাখতে পারেননি সামান্থাও । রানার ভক্তরা তাঁর চেহারা দেখে আগেও অনুমান করেছিলেন, কিছু একটা হয়েছে অভিনেতার । এ বার সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হল ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 23, 2020 10:53 PM IST