মুম্বই : ভারতীয় হিন্দি সিনেমার ইতিহাসে ‘রঙ্গিলা’ অন্যতম মাইলফলক ৷ ছবি মুক্তির দু’ দশকেরও পর এ বার পরিচালক রামগোপাল ভার্মা (Ram Gopal Varma) জানালেন ছবির পিছনে তাঁর অনুপ্রেরণা কে ছিলেন!
১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল ‘রঙ্গিলা’ (Rangeela) ৷ পর পর একাধিক ট্যুইটে রামগোপাল বলেছেন তাঁর একতরফা প্রেমের কথা ৷ এবং সেই প্রেমই তাঁকে দিয়ে লিখিয়ে নিয়েছিল ‘রঙ্গিলা’-র গল্প ৷ যার সেলুলয়েড রূপে বাজিমাত করেছিলেন আমির খান, ঊর্মিলা মাতণ্ডকর, জ্যাকি শ্রফের অভিনয় ৷
কিন্তু কে ছিলেন রামগোপালের প্রেয়সী ? তাঁর ছবি ও পরিচয় এতদিনে প্রকাশ করেছেন পরিচালক ৷ ট্যুইটারে একটি ছবি শেয়ার করেছেন ৷ লিখেছেন, ‘‘নীল সাঁতারপোশাকে যে মহিলাকে দেখা যাচ্ছে, উনি সত্যা...বিজয়ওয়াড়ার সিদ্ধার্ধ ইঞ্জিনিয়ারিং কলেজে আমার প্রথম প্রেম ৷’’ সেদিনের কলেজপড়ুয়া তরুণী এখন আমেরিকায় মেটারনাল ফেটাল মেডিসিন বিশেষজ্ঞ ৷
The woman in blue swim suit is SATYA ..She was my 1st ever Love in my college days at Siddhardha engineering college Vijayawada.. @polavarapusatya is currently in the US practising Maternal Fetal medicine specialist and OB Gyn pic.twitter.com/UjsnhEGhwY
— Ram Gopal Varma (@RGVzoomin) August 25, 2021
আরও একটি ট্যুইটে রামগোপাল লিখেছেন, ‘‘ সে সময় কিছু সঙ্গত কারণের জন্য মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজ হত একই কম্পাউন্ডে ৷ সেখানেই পোলাভারাপু সত্যর সঙ্গে আমার একতরফা প্রেমের সূত্রপাত...আমার মনে হয়েছিল তিনি আমাকে আদৌ গুরুত্ব দিতেন না, আর একজন ধনী সুপুরুষের জন্য এবং সেখানে থেকেই আমি রঙ্গিলা-র গল্প লিখি৷’’
এখানেই শেষ নয় ৷ প্রথম প্রেয়সীতে রামগোপাল আচ্ছন্ন আরও অনেক ক্ষেত্রেই ৷ স্বীকার করেছেন, তাঁর আইকনিক ছবি ‘সত্যা’ আসলে কলেজপ্রেমের প্রেয়সীর নামেই ৷ এমনকি, এতদিনে প্রকাশ করেছেন কলেজজীবনের প্রথম প্রেমের কথা ভেবেই ১৯৯১ সালে মুক্তি পাওয়া তেলুগু ছবি ‘ক্ষণ ক্ষণম’-এ নায়িকা শ্রীদেবীর নামও তিনি দিয়েছিলেন ‘সত্যা’! যে ছবিগুলি রামগোপল শেয়ার করেছেন, সেগুলো মায়ামি সৈকতে তোলা ৷ সত্যা-ই পাঠিয়েছেন তাঁকে !
My land mark film SATYA and Sridevi’s name in KSHANA KSHANAM were named after @PolavarapuSatya ..Incidentally these pics are her today’s present photos she sent me from Miami Beach pic.twitter.com/yIvAS8jb9u
— Ram Gopal Varma (@RGVzoomin) August 25, 2021
রামগোপালের হাত ধরে বলিউডে নতুন যুগের সূচনা হয়েছিল বলে মনে করেন দর্শকরা ৷ অপরাধ, রাজনীতি এবং ভয়ালরসের ছবিতে তিনি বাজিমাত করেছিলেন নয়ের দশকের শেষ দিকে ৷ বর্তমানে তাঁর ছবি বক্স অফিসে সেরকম সাফল্য না পেলেও তাঁকে এখনও বর্ণময় পরিচালক হিসেবে মনে করা হয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ramgopal varma, Rangeela, Satya