নেহার গানের ভক্ত আলিয়া, প্রিয়াঙ্কাদের নায়ক! প্রশংসা শুনে আপ্লুত গায়িকা

Last Updated:

সম্প্রতি এক অনুষ্ঠানে 'আরআরআর' খ্যাত রাম চরণের সঙ্গে নেহার দেখা হয়। গায়িকা দেখেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান দক্ষিণী অভিনেতা। নেহার সঙ্গে কথাও বলেন।

#মুম্বই: তাঁর গায়কি নিয়ে বিতর্ক কম নয়। কখনও রিমেক গাওয়া নিয়ে কটাক্ষের মুখে পড়েন। কখনও আবার জুটে যায় 'বেসুরো' তকমা। এ হেন নেহা কক্কর ফের শিরোনামে। তবে এ বার আর নেতিবাচক বা বিতর্ক নয়। বরং প্রথম সারির এক তারকার প্রশংসা পেলেন গায়িকা।
সম্প্রতি এক অনুষ্ঠানে 'আরআরআর' খ্যাত রাম চরণের সঙ্গে নেহার দেখা হয়। গায়িকা দেখেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান দক্ষিণী অভিনেতা। নেহার সঙ্গে কথাও বলেন। জানান, গায়িকার কাজের অনুরাগী তিনি।
দু'জনের সেই লেন্সবন্দি কথোপকথনকে ইনস্টাগ্রামে পোস্ট করেন নেহা। আপ্লুত গায়িকা লেখেন, 'রামচরণ বলেছেন, তিনি আমার কাজ পছন্দ করেন। এটা সত্যিই বিরল। কারণ আজকাল জনসমক্ষে কেউ কারও প্রশংসা করতে চায় না। এখন বুঝছি সবাই কেন ওঁকে এত ভালবাসেন।'
advertisement
advertisement
advertisement
নেহার পোস্টের কমেন্ট বক্সে শুভেচ্ছাবার্তার বন্যা। গায়িকাকে ভালবাসা জানিয়েছেন তাঁর অনুরাগীরা। বাদ পড়েননি নেহার স্বামী রোহনপ্রীত সিংও। স্ত্রীকে নিয়ে গর্বিত তিনি।
advertisement
কেরিয়ারের শুরুতে 'ইন্ডিয়ান আইডল'-এ অংশ নিয়েছিলেন নেহা। কিন্তু সাফল্য থেকে গিয়েছিল অধরা। ২০১২ সালে 'ককটেল' ছবিতে গান গেয়ে জনপ্রিয়তা পান তিনি। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আপাতত নেহার ঝুলিতে অগুনতি সফল গান।
বাংলা খবর/ খবর/বিনোদন/
নেহার গানের ভক্ত আলিয়া, প্রিয়াঙ্কাদের নায়ক! প্রশংসা শুনে আপ্লুত গায়িকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement