বলিউডে বিয়ের জোর গুঞ্জন! সাতপাক ঘুরবেন রাকুল প্রীত, দেখুন তো পাত্রকে চেনেন কিনা

Last Updated:

Rakul Preet Singh : পাগল-প্রেমিক দম্পতি গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিচ্ছেন

#মুম্বই: রাকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানির প্রেমের কথা বলিপ্রেমীদের অজানা নয়। তাঁদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাচ্ছেন এই বলিজুটি। সম্প্রতি এক জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পাগল-প্রেমিক দম্পতি গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিচ্ছেন৷
এক সূত্র অনুসারে, বিয়ে ২০২৩-এই হবে। তাঁরা দুজনেই বিয়েতে বিশ্বাসী, তাই এত বছরের প্রেমের পূর্ণতা দেবেন তাঁরা। মাস বা তারিখ, কোনটিই এখনও ঠিক করা হয়নি। তবে প্রশ্নবিদ্ধ দুটি পরিবার প্রাথমিক আলোচনা করে বিয়ের প্রস্তুতি শুরু করছেন। জ্যাকির বাবা ভাশু ভগনানি, সিনেমা বানানোর ক্ষেত্রে একজন পরিপাটি মানুষ। তিনি তাঁর ছেলের বিয়ে যে ধুমধামের সঙ্গেই দেবেন, তার কোনও সন্দেহ নেই। হ্যাঁ, আরেকটি একটি বড় বিয়ে হতে চলেছে বলিপাড়ায়।
advertisement
advertisement
রাকুল প্রীতের ভাই আমানের সঙ্গে যোগাযোগ করা হলে প্রায় বলেই দেন তিনি। তিনি জানান, "রাকুল জ্যাকি ভগনানির কয়েকটি প্রজেক্টে অভিনয় করেছেন। বিয়ে স্পষ্টতই কার্ডে আছে, কিন্তু এখনও কিছু ঠিক হয়নি। যখন তিনি বিয়ে করার সিদ্ধান্ত নেবেন তখন তিনি নিজেই এটি ঘোষণা করবেন। আমি জানতাম না যে এটি ঘটছে কিনা। বিয়ে হল যেকোনো সম্পর্কের ক্লাইম্যাক্স। জ্যাকি ভারতীয় সিনেমার অন্যতম শীর্ষ প্রযোজক এবং তাঁর মনে অনেক উচ্চাভিলাষী প্রকল্প রয়েছে। আসলে, তাঁরা দুজনই খুব ব্যস্ত মানুষ। তাই, তাঁদের নিজস্ব লক্ষ্য রয়েছে।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিউডে বিয়ের জোর গুঞ্জন! সাতপাক ঘুরবেন রাকুল প্রীত, দেখুন তো পাত্রকে চেনেন কিনা
Next Article
advertisement
West Bengal Weather Update: তাপমাত্রা সামান্য বাড়ল রাজ্যে, কুয়াশার সতর্কতা সর্বত্র, জাঁকিয়ে শীত কবে?
তাপমাত্রা সামান্য বাড়ল রাজ্যে, কুয়াশার সতর্কতা সর্বত্র, জাঁকিয়ে শীত কবে?
  • তাপমাত্রা সামান্য বাড়ল রাজ্যে

  • কুয়াশার সতর্কতা সর্বত্র

  • জাঁকিয়ে শীত কবে?

VIEW MORE
advertisement
advertisement