Tollywood News: স্টার জলসায় 'রানি ভবানী'-র নাম চরিত্রে রাজনন্দিনী! গুঞ্জনে উত্তাল টেলিপাড়া, সত্যিটা জানুন
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
টেলিপাড়ায় গুঞ্জন, রানি ভবানীর ভূমিকায় দেখা যাবে রাজনন্দিনী পালকে। ইন্দ্রাণী দত্তের কন্যার কাছে পর্দায় সেই চরিত্রকে ফুটিয়ে তোলার প্রস্তাব এসেছে।
কলকাতা: দুই প্রথম সারির চ্যানেল। ধারাবাহিক হতে চলেছে একই চরিত্রকে নিয়ে। তা নিয়েই বিস্তর জল্পনা, দড়ি টানাটানি। জানা গিয়েছে, জি বাংলায় ‘রানি ভবানী’-তে নাম চরিত্রে অভিনয় করতে চলেছেন স্বস্তিকা দত্ত। স্টার জলসায় সেই চরিত্রে থাকবে কে?
টেলিপাড়ায় গুঞ্জন, রানি ভবানীর ভূমিকায় দেখা যাবে রাজনন্দিনী পালকে। ইন্দ্রাণী দত্তের কন্যার কাছে পর্দায় সেই চরিত্রকে ফুটিয়ে তোলার প্রস্তাব এসেছে। তবে এই বিষয়ে রাজনন্দিনী বা চ্যানেল কর্তৃপক্ষ কোনও শিলমোহর দেয়নি।
advertisement
তবে এই প্রথম নয়, অতীতেও দুই চ্যানেলে একই বিষয়ে ধারাবাহিক হওয়া নিয়ে ছিল বিতর্ক। ২০২০ সালে ব্রিটিশ শাসিত ভারতের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে তৈরি হয়েছিল দুই ধারাবাহিক। স্টার জলসায় মুখ্য ভূমিকায় ছিলেন শোলাঙ্কি রায়। জি বাংলায় ঊষসী রায়।
advertisement
ফের কি তারই পুনরাবৃত্তি? ছোট পর্দায় টক্কর হবে স্বস্তিকা এবং রাজনন্দিনীর? এখন সেটাই দেখার।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2025 11:32 AM IST