সুপারি কিলার, ভাগাড়ের পচা মাংসের ব্যবসায়ী, প্রকাশ্যে এলেন সেই রজতাভ!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
এ বার প্রকাশ্যে এলেন রজতাভ দত্ত। তাঁর দ্বৈত সত্তার পোস্টার মুক্তি পেল সদ্য। এক দিকে তিনি জাল বেবিফুড ফ্যাক্টরির মালিক ইকবাল শাহেরিয়া। অন্য দিকে ইদ্রিস আলী। যে ছিল নোনাডাঙ্গা ভাগাড়কাণ্ডে পচা মাংসের জালিয়াতি ব্যবসায় গ্রেফতার হওয়া কুখ্যাত সমাজবিরোধী।
#কলকাতা: 'ক্লিক ওটিটি' মঞ্চে চলতি মাসের শেষে আসতে চলেছে বাংলা ওয়েব সিরিজ 'ভাগাড়'| ২০১৮ সালে ভাগাড়-কাণ্ডকে কেন্দ্র করে নতুন কাহিনি ও চিত্রনাট্য় লিখেছেন অম্লান মজুমদার। আর তা নিয়েই নতুন ওয়েব সিরিজ বানালেন রাজদীপ ঘোষ।
অভিনয়ে সব্যসাচী চৌধুরী, রজতাভ দত্ত, ঐন্দ্রিলা শর্মা, মৌ ভট্টাচার্য এবং সুমন্ত মুখোপাধ্যায়। এক এক করে চরিত্রগুলির 'লুক'-এর পোস্টার মুক্তি পাচ্ছে। প্রথমে মুক্তি পেয়েছে সব্যসাচী ওরফে পরেশের দ্বৈত সত্তার প্রথম 'লুক'।

advertisement
এ বার প্রকাশ্যে এলেন রজতাভ দত্ত। তাঁর দ্বৈত সত্তার পোস্টার মুক্তি পেল সদ্য। এক দিকে তিনি জাল বেবিফুড ফ্যাক্টরির মালিক ইকবাল শাহেরিয়া। অন্য দিকে ইদ্রিস আলী। যে ছিল নোনাডাঙ্গা ভাগাড়কাণ্ডে পচা মাংসের জালিয়াতি ব্যবসায় গ্রেফতার হওয়া কুখ্যাত সমাজবিরোধী।
advertisement
আজ যেমন সে সুপারি কিলার, তেমনই গোপনে চলে তার জাল বেবিফুডের ব্যবসা। তার কাছেই নিজের জীবন নাশের সুপারি দিতে আসে নোনাডাঙার পরেশ। মৃত্যুর রফা হয় ৫০ হাজার টাকায়।
advertisement
কিন্তু পরেশ যে আর মরতে চায় না। সে তো বাঁচতে চায়। কিন্তু ইন্দ্রিশ এক বার সুপারি পেয়ে গেলে তো খুন করেই ছাড়বে। কী হবে এবার? মুক্তির অপেক্ষায় নতুন সিরিজ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 13, 2022 5:09 PM IST