সেফ হোম এ বার উত্তরপাড়ার রাজা প্যারীমোহন কলেজে, জানালেন বিধায়ক কাঞ্চন মল্লিক

Last Updated:

কবে থেকে এই পরিষেবা পাবেন আইসোলেশনে থাকা রোগীরা, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি৷ তবে টুইটবার্তায় আশ্বস্ত করা হয়েছে, খুব দ্রুত এই পরিষেবা পৌঁছে যাবে কোভিড আক্রান্তদের কাছে ৷

কলকাতা : উত্তরপাড়ার রাজা প্যারীমোহন কলেজে এ বার নিরাপদ নিভৃতবাস তৈরি হতে চলেছে ৷ টুইট করে এ খবর জানালেন সেখানকার নবনির্বাচিত বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক ৷ জেলা প্রশাসনিক স্তরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি ৷ তবে কবে থেকে এই পরিষেবা পাবেন আইসোলেশনে থাকা রোগীরা, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি৷ তবে টুইটবার্তায় আশ্বস্ত করা হয়েছে, খুব দ্রুত এই পরিষেবা পৌঁছে যাবে কোভিড আক্রান্তদের কাছে ৷
শুধু কলেজ নয় ৷ ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে, সরকারি স্কুলগুলিকেও রূপান্তরিত করা হবে সেফ হোমে ৷ মঙ্গলবারই রাজ্য শিক্ষা দফতর জানিয়েছে, অতিমারির দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত কলকাতা-সহ বিভিন্ন জেলার স্কুলগুলিতে তৈরি হবে নিশ্চিন্ত নিভৃতবাস ৷
কোভিড পজিটিভ কিন্তু উপসর্গহীন এরকম রোগীদেরই রাখা হবে এই সেফ হোমগুলিতে ৷ কলকাতার সঙ্গে দুই চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, পশ্চিম বর্ধমান, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং বীরভূমে সরকারি বিদ্যালয়ে তৈরি করা হবে সেফ হোম ৷
advertisement
advertisement
ছবি-টুইটার
কোন জেলায় কোন কোন স্কুলকে নেওয়া হবে, সেটা চিহ্নিত করবে জেলা প্রশাসন ৷ ইতিমধ্যেই আট দফা নির্বাচনে বেশ কিছু স্কুল কলেজ ব্যবহৃত হয়েছে কেন্দ্রীয় বাহিনীর আবাস হিসেবে ৷ প্রশাসনিক স্তর থেকে আশ্বাস দেওয়া হয়েছে, আবার যখন স্কুলে স্বাভাবিক পঠনপাঠন শুরু হবে, তার আগে যথাযথভাবে স্যানিটাইজ করা হবে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সেফ হোম এ বার উত্তরপাড়ার রাজা প্যারীমোহন কলেজে, জানালেন বিধায়ক কাঞ্চন মল্লিক
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement