মাত্র ২২ বছরে বিয়ে, অভিজাত কাপুর পরিবারের কিংবদন্তি সন্তান রাজ কাপুরের জীবন ছিল বর্ণময়

Last Updated:

অভিনয় হোক বা নির্দেশনা, এক বিরল প্রতিভার অন্য নাম রাজ কাপুর

#মুম্বই: বলিউডের শোম্যান রাজ কাপুরের আজ প্রয়াণ দিবস ৷ আজকের দিনেই ১৯৮৮ সালে প্রয়াত হয়েছিলেন এই কিংবদন্তি অভিনেতা ৷ রাজ কাপুরের কথা মনে পড়লে এক নয় অনেক কথা একসঙ্গে স্মৃতির সরণি থেকে উঁকি দেয় ৷ রাজ কাপুরের ব্যক্তিগত জীবন থেকে প্রফেশনাল লাইফ ছিল বর্ণময়  ৷ প্রচলিত আছে, যখনই বিভিন্ন ছবির জন্য নায়িকার সঙ্গে তাঁর নাম যুক্ত হত, সেই সময়েই তাঁর স্ত্রীর সঙ্গেও রাজ কাপুরের সম্পর্কে প্রভাব পড়ত ৷
মধ্যপ্রদেশের জামাই রাজ কাপুরের ১৯৪৬ সালে মাত্র ২২ বছর বয়সে কৃষ্ণা মালহোত্রার সঙ্গে বিয়ে হয়েছিল ৷ কৃষ্ণা রাজ কাপুরের বাবা পৃথ্বীরাজ কাপুরের মামার মেয়ে ছিলেন ৷ সেই থেকেই অভিজাত কাপুর পরিবারের যাত্রা শুরু হয়েছিল ৷ রাজ কাপুরের ব্যাপ্তি শুধুই ভারতেই নয় বিদেশেও কাপুরের পরিবারকে সম্মান করা হত পৃথ্বীরাজ কাপুরের সময় থেকেই ৷ কৃষ্ণা কাপুরের সঙ্গে বিবাহিত জীবনে বেশ কিছু ভাল ও খারাপ সময়ে লড়াই করে জয়ী হয়েছিলেন রাজ কাপুর ৷
advertisement
রাজ কাপুরের পাঁচ সন্তান ঋষি কাপুর, রণধীর কাপুর, রাজীব কাপুর, রিমা কাপুর, ঋতু নন্দা ৷ তাঁর এই পাঁচ সন্তানও পরবর্তী কালে নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হয়েছিলেন ৷ শ্রী ৪২০, মেরা নাম জোকার, আনাড়ি, ছলিয়া, আওয়ারা, ধরম করম ইত্যাদি ছবির জন্যই তিনি অমর হয়ে থাকবেন ৷ ছেলে ঋষি কাপুরকে নায়ক হিসাবে ববি ছবিতে প্রতিষ্ঠিত করেছিলেন রাজ কাপুর ৷ পরবর্তীকালে সেই ছবিই এক ইতিহাস হয়ে ওঠে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মাত্র ২২ বছরে বিয়ে, অভিজাত কাপুর পরিবারের কিংবদন্তি সন্তান রাজ কাপুরের জীবন ছিল বর্ণময়
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement