বাইরে তখন অঝোরে বৃষ্টি, আর ঘরে শুভশ্রীর স্বপ্নপূরণ করলেন রাজ
Last Updated:
#কলকাতা: বিয়ের পর বিন্দাস লাইফ কাটাচ্ছেন রাজ-শুভশ্রী ৷ তাঁদের রোম্যান্সে মশগুল গোটা টলিউড ৷ এই সেলেব কাপলের প্রেম থেকে বিয়ে, সব নিয়েই দর্শদকের মধ্যে কৌতুহল কিছু কম ছিল না ৷
তাঁদের সম্পর্ক নিয়ে লোক তো স্পেক্যুলেশন কম করেননি ৷ অনেকেই বলেছিলেন বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে খুঁটি-নাটি লেগেই থাকবে ৷ তবে, শত্তুরের মুখে ছাঁই দিয়ে চুটিয়ে সংসার করছেন দু’জনে ৷ কত্তা-গিন্নী মিলে কাটাচ্ছেন সুখের সংসার ৷ এই তো কিছুদিন আগে অরুনাচলে আপকামিং ছবি ‘অ্যাডভেঞ্চার্স অফ জোজো’র শ্যুটিংয়ে ছিলেন রাজ চক্রবর্তী ৷ সবে তো বিয়ে হয়েছে ৷ তবে, বরকে ছেড়ে কতদিন থাকা যায়! অতঃএব রাজকে সারপ্রাইজ দিতে শ্যুটিংয়ে হাজির হয়ে গিয়েছিলেন রাজ-ঘরণী শুভশ্রী ৷ সে ছবি তো নিজেই ইনস্টাগ্রাম দিয়েছিলেন রাজ ৷
advertisement
advertisement
advertisement
এ বার একটু প্রেম প্রেম ভাব ৷ কেমন যেন উড়ু উড়ু মন ৷ আজ সোমবার ভোর থেকেই বৃষ্টির আমেজ ৷ আকাশ কেমন মেঘলা ৷ সকালটা কেমন যেন উদাস করা ৷ তবুও মনের মধ্যে প্রেম প্রেম ভাব ৷ আরবানার উচুঁ ফ্ল্যাটের কাচের জানলা দিয়ে বাইরের দিকে তখন তাকিয়ে শুভশ্রী ৷ অঝোরে বৃষ্টি নেমে আসছে আকাশ থেকে ৷ মাঝে মাঝেই বিদ্যুৎ ঝলকানি ৷ কাচ ঘেরা ব্যালকনির পাশের দেওয়ালে জ্বল জ্বল করছে ইংলিশে হরফে লেখা ‘ড্রিম’ শব্দটি ৷ সব মিলিয়ে একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে দম্পতির ঘরে ৷ আর গোটা বিষয়টি মোবাইলের ক্যামেরা বন্দি করলেন রাজ চক্রবর্তী ৷ ভিডিও পোস্ট করে দিলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ৷ ভিডিওর নীচে ছোট্ট ক্যাপশন, ‘#ড্রিম’৷
advertisement
#verygoodmorning A post shared by Raj Chakraborty (@rajchoco) on
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 25, 2018 5:33 PM IST