Parineeta Web Series: বাবাইদা-মেহুল এবার হিন্দিতে, শ্যুটিং শুরু হবে ‘পরিণীতা’ সিরিজের, শুভশ্রী-ঋত্বিকের ভূমিকায় কারা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Parineeta Web Series: এখন প্রশ্ন, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী অভিনীত প্রেমের এই ছবির হিন্দি সংস্করণে কারা অভিনয় করতে চলেছেন? দুই অভিনেতার নাম শোনা যাচ্ছে।
কলকাতা: বাবাইদা আর মেহুলের গল্প এবার হিন্দি ভাষায়। তাও আবার ওয়েব সিরিজের আকারে। পরিচালনায় রাজ চক্রবর্তী নিজেই। ডিজনি প্লাস হটস্টারে রিলিজ করবে ‘পরিণীতা’ ছবির হিন্দি সংস্করণ। এক্স সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন পরিচালক রাজ। রথের দিন জগন্নাথ দেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সুখবর দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের স্বামী। জানালেন, খুব শীঘ্রই শ্যুটিং শুরু হবে। সূত্রের খবর, কলকাতার একাধিক জায়গায়, এবং শহরতলিতে শ্যুটিং হবে এই সিরিজের।
My next work #Parineeta Dada for @DisneyPlusHS for OTT. Shooting dates, you know! Soon to begin the journey! Jai Jagannath 🙏 https://t.co/sKXtcDgyYN
— Raj chakrabarty (@iamrajchoco) July 7, 2024
advertisement
তবে এখন প্রশ্ন, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী অভিনীত প্রেমের এই ছবির হিন্দি সংস্করণে কারা অভিনয় করতে চলেছেন? দুই অভিনেতার নাম শোনা যাচ্ছে। যদিও তাঁরা কেউই নাকি শুভশ্রী বা ঋত্বিকের চরিত্রে অভিনয় করবেন না। সম্ভবত খলনায়ক গৌরব চক্রবর্তীর ভূমিকায় দেখা যাবে সুমিত ব্যাসকে। আদৃত রায়ের ভূমিকায় অভিনয় করতে পারেন প্রিয়াংশু পাইনুলি। যদিও এই খবরে এখনও সিলমোহর পড়েনি।
advertisement
কিন্তু সিরিজে মুখ্য দুই ভূমিকায় কারা থাকবেন, সে বিষয়ে এখনও কিছু শোনা যায়নি কানাঘুষো। ২০১৯ সালের সুপারহিট এই প্রেমের ছবি তবে খুব শীঘ্রই হিন্দি ভাষাভাষি মানুষের কাছে পৌঁছে যাবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2024 9:15 PM IST