Raj Chakraborty Birthday: ‘এবার ব্যারাকপুরে জনতার রাজ’, পরিচালকের জন্মদিনে পোস্টার দেখে জল্পনা, লোকসভায় প্রার্থী হবেন কি রাজ
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Teesta Barman
Last Updated:
Raj Chakraborty Birthday: সম্প্রতি শেষ হল ‘বাবলি’ ছবির শ্যুটিং। রাজের স্ত্রী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অভিনেতা অবীর চট্টোপাধ্যায়, অভিনেত্রী সৌরসেনী মৈত্রের সঙ্গে শ্যুটিং ফ্লোরেই কেক কাটেন রাজ।
ব্যারাকপুর: আজ, বুধবার মাতৃভাষার দিনেই ৪৯-এ পা দিলেন টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। নির্দেশক পরিচয়ের পাশাপাশি এখন তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক। আর আজ তাঁর। গোটা ব্যারাকপুর লোকসভা জুড়ে তাঁর জন্মদিনের উপলক্ষে পোস্টার পড়েছে। সেখানে লেখা রয়েছে ‘এবার ব্যারাকপুরে জনতার রাজ।’ জগদ্দল বিধানসভা, ভাটপাড়া বিধানসভায় ব্যারাকপুরের বিধায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্টার টাঙানো হয়েছে। তবে কি ব্যারাকপুর লোকসভায় তৃণমূল প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রাজ চক্রবর্তী? এই নিয়ে তুঙ্গে জল্পনা।
২০২১-এর ভোটে লড়ে বিধায়ক হয়েছেন রাজ চক্রবর্তী। কিন্তু নিজে সেই এলাকাতেই বড় হয়েছেন তিনি। হালিশহরের ছেলে, সেখানেই পড়াশোনা। পরবর্তীতে হালিশহর থেকে কলকাতায় পা রাখা। এবং শুরু হয় পরিচালক হওয়ার লড়াই।
advertisement
advertisement
advertisement
advertisement
আজ টলিউড জুড়ে তাঁর রমরমা, প্রশংসা। জন্মদিনের আগেই যদিও তিনি কেক কেটে পালন করেছেন পরিচালক। সম্প্রতি শেষ হল ‘বাবলি’ ছবির শ্যুটিং। রাজের স্ত্রী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অভিনেতা অবীর চট্টোপাধ্যায়, অভিনেত্রী সৌরসেনী মৈত্রের সঙ্গে শ্যুটিং ফ্লোরেই কেক কাটেন রাজ। শুভশ্রীর ফ্যানপেজ থেকে সেই ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 21, 2024 11:48 AM IST










