Home /News /entertainment /
Rahul Arunoday Banerjee on Tarun Majumdar || তরুণ মজুমদার একটা বিশ্বাসের নাম : 'পলাতক'- এর ভিতরের কথা শোনালেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

Rahul Arunoday Banerjee on Tarun Majumdar || তরুণ মজুমদার একটা বিশ্বাসের নাম : 'পলাতক'- এর ভিতরের কথা শোনালেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

Rahul Arunoday Banerjee on Tarun Majumdar || ছবিটি মুক্তির কয়েকদিন পর রাসবিহারীতে গেছেন তরুণবাবু৷ বিদেশি পত্রিকা কিনতে৷  একজন একটা ক্যাফেতে ডেকে নিয়ে বসালেন৷ সামনে ভানু বন্দ্যোপাধ্যায়৷ তিনি সাদর আপ্যায়নে তরুণ বাবুকে চা, জলখাবার খাওয়ালেন৷ তার পর বললেন, 'খাওয়াইলাম ক্যান জানেন? আপনি প্রমাণ কইরা দিসেন কমেডিয়ানদের দিয়াও ভাল রোল হয়!'... "

আরও পড়ুন...
  • Share this:

অগ্রজকে শ্রদ্ধা অনুজের৷  তরুণ মজুমদারের প্রয়াণে ভারাক্রান্ত অভিনেতা-পরিচালক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়৷ লিখলেন,  "তরুণ মজুমদার একটা বিশ্বাসের নাম৷ যিনি বিশ্বাস করেছিলেন পলাতকের নায়কের চেহারা নায়কোচিত হতে পারে না৷ লাইন দিয়ে প্রযোজক দাঁড়িয়ে ছিলেন, স্বয়ং উত্তম কুমার চেয়েছিলেন পলাতক করতে৷ কিন্তু পরিচালক তাতে রাজি নন৷ তাঁর মতে এই চরিত্র করবেন অনুপ কুমার, যিনি বেশিরভাগ ছবিতে কৌতুকের জন্য বিখ্যাত৷ এই প্রস্তাবে কোনও সুস্থ মানুষ সায় দেবে না, দেয়ও নি৷ পরে থেকেছে চিত্রনাট্য দিনের পর দিন৷ শেষ পর্যন্ত ভি শান্তারাম ছবিটি প্রযোজনা করেন৷ তারপর আর কী! ইতিহাস.... ছবিটি মুক্তির কয়েকদিন পর রাসবিহারীতে গেছেন তরুণবাবু৷ বিদেশি পত্রিকা কিনতে৷  একজন একটা ক্যাফেতে ডেকে নিয়ে বসালেন৷ সামনে ভানু বন্দ্যোপাধ্যায়৷ তিনি সাদর আপ্যায়নে তরুণ বাবুকে চা, জলখাবার খাওয়ালেন৷ তার পর বললেন, 'খাওয়াইলাম ক্যান জানেন? আপনি প্রমাণ কইরা দিসেন কমেডিয়ানদের দিয়াও ভাল রোল হয়!'... "

আরও পড়ুন: যখন পড়বে না মোর পায়ের চিহ্ন...

আজ আকাশ অংশত মেঘলা৷ চলে গেলেন তরুণ মজুমদার৷ একটা আপাদমস্তক প্রচারমুখর শিল্পের সঙ্গে যুক্ত থেকেও প্রচারবিমুখভাবে চলে গেলেন৷ অবশ্য বেঁচে থাকাকালীনও ছিলেন প্রচারধর্মী হতে চাননি৷ তিনি আজীবন বিশ্বাস করেছেন একটাই কথা, 'আমার তো গল্প বলা কাজ৷'গল্পই তিনি বলেছেন৷ সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন ততদিনে নিজেদের ঘরানা তৈরি করে ফেলেছেন। সেই ঘরানার মধ্যে থেকেও তাঁর যাত্রা ছিল সতন্ত্র৷ যেখানে সবটাই কথার কথা৷ আবার তার ব্যপ্তিও সমুদ্রের মতো৷ শুধু বিনোদনের কথা তিনি ভাবেননি৷ শুধু ব্যবসাও না৷ বরং গল্প থেকে বানিয়েছেন অন্য এক নতুন গল্প৷

আরও পড়ুন: বর্ষীয়ান চিত্রপরিচালক তরুণ মজুমদার

'তালুক ছেড়ে মুলুক ফেলে ঘরের বার' ই হলেন তিনি৷ আবার কোনও এক শারদপ্রাতে হয়তো মনে পড়বে তাঁর আলোকে৷ এও এক ব্যথার উপশম, সমস্ত ক্ষতের মুখে পলি... আপাতত কালের কষ্টিপাথরে লিখে দিয়ে গেলেন এক নাম, সেই নাম চিরতরুণই৷

Published by:Rachana Majumder
First published:

Tags: Tarun Majumdar

পরবর্তী খবর