অরিন্দমের 'ব্যোমকেশ' সিরিজে ঋত্বিককে সরিয়ে এন্ট্রি নিচ্ছেন রাহুল
Last Updated:
টলিটাউনে দানা বাঁধছে নতুন 'কোল্ডওয়ার'
#কলকাতা: টলিটাউনে কি দানা বাঁধছে নতুন কোনও 'কোল্ডওয়ার'?ঘনাচ্ছে শত্রুতার মেঘ? ইন্ডাস্ট্রির অলিতে গলিতে কান পাতলে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে!
তাহলে গোড়া থেকেই শুরু করা যাক! পরিচালক অরিন্দম শীলের 'ব্যোমকেশ বক্সী' সিরিজের দুটো ছবি 'হরহর ব্যোমকেশ' ও 'ব্যোমকেশ পর্ব'-তে ব্যোমকেশ-এর সহকারি ও অভিন্ন হৃদয় বন্ধু অজিতের চরিত্রে দেখা মিলেছিল ঋত্বিক চক্রবর্তীর! তাঁর স্বাভাবিক, সাবলীল অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। ব্যোমকেশ ওরফে আবিরের সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রিও মানিয়েছিল বেশ! দুটো ছবিই বক্সঅফিসে বাল ব্যবসা দেয়!
advertisement
কিন্তু হঠাৎ করেই ছবির কাস্টিংয়ে বদল এল! শোনা যাচ্ছে, পরিচালকের 'ব্যোমকেশ' সিরিজের আগামী ছবিতে নাকী থাকছেন না ঋত্বিক! অজিতের চরিত্রে দেখা মিলবে রাহুল বা অরুনোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই খবর বাজারে ছড়াতেই জল্পনা-কল্পনা শুরু হয়ে যায়! তাহলে কি অরিন্দম শীল আর ঋত্বিকের মধ্যে এখন অার সম্পর্ক ভাল নেই? আর অজিতের চরিত্রে রাহুল অভিনয় করার পর কি আদৌ ঋত্বিক আর রাহুলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে?
advertisement
advertisement
প্রশ্নগুলো সহজ, উত্তরটাও জানা!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 15, 2018 4:30 PM IST