Rahul-Priyanka: 'কাটাকুটি হয়ে মিটে গেল সব, নতুন সুযোগ,আবার একসাথে', বিচ্ছেদ ভুলে কি কাছাকাছি এলেন রাহুল-প্রিয়ঙ্কা?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Rahul-Priyanka: সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অভিনেতা রাহুল, তার পর থেকেই ক্রমশ জলঘোলা শুরু হয়েছে৷ তবে কি মান অভিমান ভুলে ফের কাছাকাছি আসছেন রাহুল ও প্রিয়াঙ্কা৷
কলকাতা: টলিউডের জনপ্রিয় কাপল প্রিয়ঙ্কা ও রাহুলকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা৷ অনুরাগীরা সর্বদাই চাইতেন তারা যেন ফের এক হন৷ এবার হয়তো সমস্ত অনুরাগীদের মনের আশা পূরণ হতে চলেছে৷ বিষয়টা শুনে অবাক হলেও এটাই সত্যি৷ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অভিনেতা রাহুল, তার পর থেকেই ক্রমশ জলঘোলা শুরু হয়েছে৷
রাহুল ফেসবুকে লেখেন-‘আজ প্রবল বৃষ্টি…তাই বোধহয় ধারায় ধারায় কাটাকুটি হয়ে মিটে গেল সব…নতুন সুযোগ,আবার একসাথে’৷ তবে কি মান অভিমান ভুলে ফের কাছাকাছি এলেন রাহুল ও প্রিয়াঙ্কা৷ অভিমানের বরফ গলে অবশেষে কি জল হল? এই প্রশ্নই তুলছেন অনুরাগীরা৷ ছেলে সহজের কথা ভেবেই কি তাঁরা ফের এক হলেন,এমন প্রশ্নই উঠে আসছে৷

advertisement
advertisement
ব্যক্তিগত কারণের জন্য হামেশাই শিরোনামে থাকেন প্রিয়াঙ্কা সরকার৷ অভিনেত্রীর বিবাহিত জীবন নিয়ে কম জলঘোলা হয়নি৷ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই আলাদা ছিলেন অভিনেত্রী৷ ছেলে সহজের জন্মের পর থেকেই সম্পর্কের মোড় ঘুরে যায়৷
advertisement
ছেলে সহজকে নিয়ে দিব্যি একাই ছিলেন প্রিয়ঙ্কা। একে অপরের দিকে কাদা-ছোড়াছুড়ি লেগে থাকলেও গত বছর থেকে কিছুটা হলেও তা কমেছিল৷ বছর শেষে প্রিয়াঙ্কার জন্মদিনে রাহুলকে দেখে জল্পনা আরও বেড়েছিল৷ পোশাকে ছিল রংমিলান্তি৷ তারপর থেকে কানাঘুষো চলছিল৷ এবার রাহুলের নয়া পোস্টকে কেন্দ্র করে জল্পনায় যেন সিলমোহর পড়ল৷ উল্লেখ্য, ২০১৮ সাল থেকে আদালতে মামলা চলছিল৷ তবে কি অবশেষে দীর্ঘ পাঁচ বছরের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা? টলিপাড়ার লাভবার্ডসকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2023 10:13 AM IST