Raghav Juyal: ১০ জনের সঙ্গে একঘরে...! ফ্রিজ খুললেই বেরচ্ছে একের পর এক 'অন্তর্বাস', মুম্বইয়ের ফ্ল্যাটেই..., যা বললেন অভিনেতা রাঘব
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Raghav Juyal: 'ডান্স ইন্ডিয়া ডান্স' থেকে টিনসেল টাউনের জার্নিটা অতটাও সহজ ছিল না৷ 'কিংস অফ স্লো মোশন' থেকে শাহরুখ পুত্র আরিয়ান খানের পরিচালনায় 'দ্য ব্যাডআস অফ বলিউড'-এ অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন রাঘব জুয়াল৷ রাঘবের সাফল্যের পেছনের গল্পটি চরম ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ যা জানলে আপনিও চমকে যাবেন৷
মুম্বই: ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ থেকে টিনসেল টাউনের জার্নিটা অতটাও সহজ ছিল না৷ ‘কিংস অফ স্লো মোশন’ থেকে শাহরুখ পুত্র আরিয়ান খানের পরিচালনায় ‘দ্য ব্যাডআস অফ বলিউড’-এ অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন রাঘব জুয়াল৷ সম্প্রতি রাঘব তাঁর কেরিয়ারের শুরুর দিকের কথা প্রকাশ্যে এনেছেন৷
রিয়েলিটি টিভিতে নাচ থেকে শুরু করে আরিয়ান খানের পরিচালনায় প্রথম ছবি ‘দ্য ব্যাডস অফ বলিউড’-তে অভিনয় করা পর্যন্ত, রাঘব জুয়াল অনেক প্রশংসা কুড়িয়েছেন। ছবির স্ক্রিনিংয়ে ইমরান হাশমির সামনে ‘কাহো না কাহো’ গানটি গাওয়ার মজার মুহূর্তটি ভাইরাল হলেও, রাঘবের সাফল্যের পেছনের গল্পটি চরম ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ যা জানলে আপনিও চমকে যাবেন৷
advertisement
আরও পড়ুন-সন্তোষপুরে ভয়ানক কাণ্ড! সারারাত শারীরিক নির্যাতন, স্বামীর সঙ্গে যা করল মদ্যপ স্ত্রী…, জানলে শিউরে উঠবেন
বড় পর্দায় সাফল্যের আগে, রাঘব ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এ স্লো মোশনের রাজা’ হিসেবে ঘরে ঘরে পরিচিতি লাভ করেন। কিন্তু মুম্বইতে তার শুরুটা খুব একটা সহজ ছিল না। এক আড্ডায়, অভিনেতা এবং নৃত্যশিল্পী শহরে তার প্রথম দিনগুলি সম্পর্কে খোলামেলা কথা বলেন – সংগ্রাম, হাসি এবং অটল আশাবাদে ভরা একটি সময়।
advertisement
advertisement
আরও পড়ুন-১০০ বছর পর দীপাবলিতে বিরল সংযোগ…! ৩ রাশির জ্যাকপট, দু-হাত ভরে আসবে কাঁড়ি কাঁড়ি টাকা, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলবে ভাগ্যের দরজা
রাঘব বলেন, ‘যখন আমি এসেছিলাম, আমার কিছুই ছিল না। কিন্তু সেই সময়টা আমিও উপভোগ করতাম। আমি কখনও দুঃখ পেতাম না, ভাবতাম, ‘ওহ, দেখো, আমার কিছুই নেই।’ আমি সবকিছুই পুরোপুরি উপভোগ করতাম। বড়া পাও খাওয়ার জন্য ওটাই ছিল আমার সবচেয়ে ভাল সময়’।
advertisement
আমি যখন নৃত্যশিল্পী ছিলাম, তখন আমি দশজন ছেলের সঙ্গে এক ঘরে থাকতাম। আমাদের ফ্রিজ কাজ করত না, তাই আমরা আমাদের অন্তর্বাসগুলো তাতে রাখতাম এবং আলমারি হিসেবেই সেটাকে ব্যবহার করতাম। তাই, কেউ যদি ভুল করে ফ্রিজ খুলে ফেলত, তাহলে ভেতরে অন্তর্বাস দেখে তারা অবাক হয়ে যেত।’
রাঘব এনডিটিভির সঙ্গে একটি সাক্ষাৎকারে শাহরুখ খানের মান্নাতে তার প্রথম ভ্রমণের একটি মজার স্মৃতিও স্মরণ করেছিলেন। ‘প্রথমবার যখন আমি মান্নাতে প্রবেশ করি, তখন বিমানবন্দরে স্ক্যানারগুলির মতো একটি স্ক্যানার ছিল,’তিনি হেসে বলেন। মানুষ ভাবছিল, ‘এই লোকটি কে? কেউ কি কাজ খুঁজতে এসেছে?’
advertisement
সূত্রের খবর, রাঘব সিদ্ধার্থ আনন্দের আসন্ন ছবি ‘কিং’-এর থাকবে বলে জানা গেছে, যেখানে শাহরুখ খান প্রধান চরিত্রে অভিনয় করেছেন। দশজন নৃত্যশিল্পীর সঙ্গে একটি ঘর ভাগাভাগি করা থেকে শুরু করে বলিউডের বড় নামিদামী নৃত্যশিল্পীদের সঙ্গে কাজ করা পর্যন্ত তার যাত্রা দেখায় যে অধ্যবসায় এবং হাস্যরসের ভাল অনুভূতি আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2025 8:30 PM IST