Rachana Banerjee-Sudipa Chatterjee: শ্যুটিং সেরে মেট্রো করে বাড়ি ফেরেন রচনা! বড় তথ্য ফাঁস করলেন সুদীপা! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Rachana Banerjee-Sudipa Chatterjee: সম্প্রতি সোশ্যাল মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে এই ভিডিও! যা দেখলে আবেগে ভাসবেন আপনিও!
কলকাতা: রচনা বন্দ্যোপাধ্যায়! টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। তবে শুধু টলিপাড়া নয়, বলিউডেও রয়েছে তাঁর পরিচিতি! অমিতাভ বচ্চনের প্রেমিকার চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল বলিউডের ছবিতেও! বহু ছবি রয়েছে বাংলার নায়কদের সঙ্গে! বিশেষকরে প্রসেনজিতের সঙ্গে সুপারহিট ছিল তাঁর জুটি! কিন্তু বেশ অনেকগুলো বছর ধরে রচনা ‘দিদি নম্বর ওয়ান’-শোয়ের সব থেকে পরিচিত মুখ। রচনাকে ছাড়া যেন ‘দিদি নম্বর ওয়ান’-এর শোয়ের কথা ভাবাই যায় না! একটা সিজনে দেবশ্রী রায়কে ‘দিদি নম্বর ওয়ান’ শোয়ের সঞ্চালিকার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু দর্শক মেনে নেননি, তাঁরা রচনাকেই চেয়েছেন! তবে সম্প্রতি ‘দিদি নম্বর ওয়ান’-এর একটি শো তুমুল ভাইরাল হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন ‘আবার প্রলয়’-এর অভিনেতারা! তাঁদের মধ্যে ছিলেন সুদীপা চট্টোপাধ্যায়ও!
রবিবার বিশেষ এপিসোডে সুদীপা এক চাঞ্চল্যকর তথ্য সকলের সামনে তুলে ধরেন। রচনা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেকেই জানেন না এই বিশেষ তথ্য। সারাদিন কাজ নিয়েই থাকেন রচনা। সেই সঙ্গে তাঁকে সামলাতে হয় সংসার এবং একমাত্র ছেলে রৌনককেও! তবে রচনার জীবনের এই বিশেষ তথ্য সকলের সামনে সুদীপা তুলে ধরায় বেশ চমকে ওঠেন সকলেই। কী সেই তথ্য! সুদীপা জানান, বেশ কিছু বছর আগের কথা বলছি, আমার পাশেই রচনাদির মেক-আপ রুম ছিল! তা সেখানে একটা বোরখা ঝোলানো থাকত সব সময়! কিন্তু কাউকে সেটা পরতে দেখিনি! আমি একদিন হেয়ার স্টাইলিস্টকে প্রশ্ন করলাম, এই বোরখাটা কে পরে! সে যা বললো তা শুনে তো আমি অবাক!”
advertisement
advertisement
সুদীপা জানান, “ওই বোরখাটি রচনাদির। এবং রচনাদি তা পরতেন নিয়মিত। তবে শ্যুটিংয়ের জন্য নয়! শ্যুটিং শেষ হয়ে গেলে রচনাদি ওই বোরখা পরে সেটের গাড়ি করে সেখান থেকে মেট্রো স্টেশনে যেতেন! এবং তারপর মেট্রো করে কালিঘাট যেতেন! এবার কালিঘাটে দিদির নিজেরগাড়ি থাকত, তাতে করে বাড়ি যেতেন।
advertisement
কিন্তু এভাবে কষ্ট করে কেন যেতেন তিনি? যাতে তিনি সময় মতো বাড়ি পৌঁছতে পারেন। গাড়িতে গেলে রাস্তার জ্যামে সময় নষ্ট হবে! বাড়ি ফিরে ছেলে রৌনককে সময়ে পড়াতে বসতে হবে। এই কারণে এতটা কষ্ট করতেন রচনাদি!” সুদীপা আরও বলেন, কীভাবে সন্তানকে সঠিক যত্ন নিতে হয় তা রচনাদির থেকে শেখার আছে। এই কথা জানতে পেরেই হাততালিতে ভরিয়ে তোলেন সকলে!
Location :
Kolkata,West Bengal
First Published :
August 09, 2023 4:19 PM IST