এবার ইদে বক্স অফিসে ঝড় তুলতে আসছে সলমনের রেস ৩, আপনি প্রস্তুত তো ?

Last Updated:

আগামী ১৫ জুন রিলিজ হতে চলেছে অ্যাকশনে ভরা ছবি রেস ৩ ৷ সবাই এখন প্রহর গুনছে শেষ মুহূর্তের ৷ এই ছবিতে দুর্দান্ত অ্যাকশন করতে দেখা যাবে সলমনকে ৷ ছবির নির্দেশক রেমো ডিস্যুজা বলেছেন ছবিতে সলমনের এন্ট্রি অনবদ্য ভাবে সৃজন করা হয়েছে ৷

#মুম্বই: আগামী ১৫ জুন রিলিজ হতে চলেছে অ্যাকশনে ভরা ছবি রেস ৩ ৷ সবাই এখন প্রহর গুনছে শেষ মুহূর্তের ৷ এই ছবিতে দুর্দান্ত অ্যাকশন করতে দেখা যাবে সলমনকে ৷ ছবির নির্দেশক রেমো ডিস্যুজা বলেছেন ছবিতে সলমনের এন্ট্রির সৃজনও অনবদ্য ৷
কোরিওগ্রাফার নির্দেশক রেমো ডিস্যুজা সলমনকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷ তিনি আরও বলেছেন শুধু ঝড় ওঠাটাই বাকি ৷ রেস ৩ তে সলমনকে এমন ভাবে প্রজেক্ট করা হবে যা আগে কখনও হয়নি ৷ তাই নির্দেশকের কাছে কাজটা খুব একটা সহজসাধ্য ছিলনা ৷ তিনি সলমনের জাবড়া ফ্যান ৷ অনেক বিষয় মাথায় রেখেই ছবিতে সলমনের এন্ট্রি বেশ ধামাকাদার করা হয়েছে ৷
advertisement
advertisement
মূলত অ্যাকশন ও সাসপেন্সে ভরা এই ছবি দর্শকদের ভাললাগবে বলেই মনে করা হচ্ছে ৷ ছবির বিশেষত্ব এই যে ছবিতে সব স্টান্ট সলমন নিজেই করেছেন ৷ আবুধাবিতে দশদিনের শুট মাত্র ৫ দিনেই শেষ হয়েছে ৷
এবারের ইদে মু্ক্তি পেতে চলেছে রেস ৩ ৷ তাই সবাই এখন অপেক্ষায় বসে আরও একটি সলমন ঝড়ের ৷ তাই অপেক্ষার আর মাত্র ৪ দিন ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
এবার ইদে বক্স অফিসে ঝড় তুলতে আসছে সলমনের রেস ৩, আপনি প্রস্তুত তো ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement