Rabindranath Tagore Demise: যীশু সেনগুপ্তের ভাবনায় অন্য ধারার বাইশে শ্রাবণ উদযাপনের সাক্ষী থাকল কলকাতা!

Last Updated:

Rabindranath Tagore Demise: স্বপ্না আইএনসি এন্টারটেইনমেন্ট-এর ব্যাবস্থাপনায় নজরুল মঞ্চে পরিবেশিত হল রবীন্দ্র প্রয়াণ দিবস ‘আজ ও আগামী’। অনুষ্ঠানের নেপথ্যে মূল কারিগর বিশিষ্ট অভিনেতা যীশু সেনগুপ্ত।

 রবীন্দ্র প্রয়াণ দিবস ‘আজ ও আগামী’
রবীন্দ্র প্রয়াণ দিবস ‘আজ ও আগামী’
স্বপ্না আইএনসি এন্টারটেইনমেন্ট-এর ব্যাবস্থাপনায় নজরুল মঞ্চে পরিবেশিত হল রবীন্দ্র প্রয়াণ দিবস ‘আজ ও আগামী’। অনুষ্ঠানের নেপথ্যে মূল কারিগর বিশিষ্ট অভিনেতা যীশু সেনগুপ্ত। যদিও এখানে তিনি ছিলেন একজন যন্ত্রীর ভূমিকায়। তাঁর এই ভাবনা এক করেছেন কবি শ্রীজাত, ইমন চক্রবর্তী, শোভন গঙ্গোপাধ্যায়, অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে সোহিনী সরকার, সৌরভ দাস, ইন্দ্রাশীষ রায়, অঙ্কিতা চক্রবর্তী -দের। রবি ঠাকুরের চলে যাওয়ার দিনটা একটু অন্যরকম ভাবে পালন করলেন সবাই।
২২ শ্রাবণ আপামর বাঙালির কাছে আজও শোকের দিন। কিন্তু যাঁর প্রয়াণ ঘিরে এই শোক, তিনি নিজে বিশ্বাস করতেন বিদায়ের উদযাপনে, সমাপ্তির সমাবর্তনে। তাই এই বছর ২২ শ্রাবণ একটু অন্যরকম ভাবে পালিত হল কবির নানা কাজ, গান, কবিতা, নাটক,ভাবনার মধ্যে দিয়ে। গানে ছিলেন শোভন গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী।
advertisement
advertisement
শেষের কবিতা-এর অংশ বিশেষ নাট্যরূপ পরিবেশন করেন সৌরভ দাস, অঙ্কিতা চক্রবর্তী, অন্যদিকে রক্তকরবী এর নির্বাচিত অংশের নাট্যরূপ পরিবেশন করেন সোহিনী সরকার, ইন্দ্রাশীষ রায়। সমগ্র অনুষ্ঠানের ভাবনা, আবহ, পরিচালনায় যীশু এন্ড দ্যা রেট্রোডিকশনস, রবীন্দ্রনাথের সৃষ্টির পাশাপাশি নিজের লেখা দিয়ে অনুষ্ঠানের চিত্রনাট্য নির্মাণ করেছিলেন কবি শ্রীজাত। ইমনের গাওয়া গানের মধ্যে একি লাবণ্যে পূর্ণ প্রাণ, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, তোমায় গান শোনাবো।
advertisement
শোভনের কন্ঠে মাঝে মাঝে তব দেখা পাই, সমবেত কণ্ঠে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে উল্লেখযোগ্য। যীশু সেনগুপ্ত বললেন, ‘সবাইকে আন্তরিক ধন্যবাদ যাঁরা এই উদ্যোগের পাশে এসে দাঁড়িয়েছেন। সব শেষে সবার  উঠে দাঁড়িয়ে আমাদের কাজকে সমাদর করা আমার চোখে জল এনে দিয়েছিল। ভবিষ্যতে সময়, সুযোগ হলে বাইশে শ্রাবণ আবার হবে।” যীশু সেনগুপ্তের ভাবনায় এক অন্য ধারার বাইশে শ্রাবন উদযাপনের সাক্ষী থাকল শহর কলকাতা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rabindranath Tagore Demise: যীশু সেনগুপ্তের ভাবনায় অন্য ধারার বাইশে শ্রাবণ উদযাপনের সাক্ষী থাকল কলকাতা!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement