পাকিস্তানি ছেলের সঙ্গে জোর করে বিয়ে আলিয়ার, দেখুন ভিডিওতে

Last Updated:

সকালে থেকেই ইন্টারনেটে ঝড় ৷ আলিয়া ভাটকে প্রায় জোর করেই বিয়ে দেওয়া হচ্ছে, এক পাকিস্তানি ছেলের সঙ্গে ৷

#মুম্বই: সকালে থেকেই ইন্টারনেটে ঝড় ৷ আলিয়া ভাটকে প্রায় জোর করেই বিয়ে দেওয়া হচ্ছে, এক পাকিস্তানি ছেলের সঙ্গে ৷ আর আলিয়া? মুখে প্রতিবাদ নেই, চুপচাপ কেঁদেই চলেছেন !
উপরের গোটা কাণ্ডটি পড়ে চমকে যাওয়ার কিছু নেই ৷ আসল গপ্পোটা পুরোটাই ফিল্মি ৷ প্রকাশ্যে এসেছে মেঘনা গুলজারের নতুন ছবি ‘রাজি’-র গান ‘দিলবারো’ ৷ আর এই গানেই আলিয়াকে দেখা গিয়েছে একেবারেই বিষন্ন অভিব্যক্তিতে ৷
advertisement
advertisement
সাসপেন্সে মোড়া ‘রাজি’ টিজার ইতিমধ্যেই কৌতুহল ছড়িয়েছে গোটা বলিউডে ৷ ১০ তারিখ মুক্তি পাবে পুরো ট্রেলার ৷ ছবির পরিচালক মেঘনা গুলজার ৷ এই ছবির শ্যুটিং হয়েছে পঞ্জাব, কাশ্মীর ও মুম্বইতে ৷ ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধকে প্রেক্ষাপটে রেখেই তৈরি হয়েছে এই ছবি ৷ লেখক হরিধর সিক্কার ‘কলিঙ্গ সহমত’ ছবি থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে মেঘনার ‘রাজি’ !
advertisement
ছবিতে আলিয়ার বাবার চরিত্রে দেখা যাবে রজিত কাপুর ৷ ‘রাজি’তে ভিকি কৌশলকে দেখা যাবে আলিয়ার স্বামীর চরিত্রে ৷ ১১ মে মুক্তি পাবে মেঘনা গুলজারের এই ছবি ৷ এর আগে মেঘনার আরুশি হত্যা নিয়ে তৈরি ‘তলোয়ার’ বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
পাকিস্তানি ছেলের সঙ্গে জোর করে বিয়ে আলিয়ার, দেখুন ভিডিওতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement