পাকিস্তানি ছেলের সঙ্গে জোর করে বিয়ে আলিয়ার, দেখুন ভিডিওতে
Last Updated:
সকালে থেকেই ইন্টারনেটে ঝড় ৷ আলিয়া ভাটকে প্রায় জোর করেই বিয়ে দেওয়া হচ্ছে, এক পাকিস্তানি ছেলের সঙ্গে ৷
#মুম্বই: সকালে থেকেই ইন্টারনেটে ঝড় ৷ আলিয়া ভাটকে প্রায় জোর করেই বিয়ে দেওয়া হচ্ছে, এক পাকিস্তানি ছেলের সঙ্গে ৷ আর আলিয়া? মুখে প্রতিবাদ নেই, চুপচাপ কেঁদেই চলেছেন !
উপরের গোটা কাণ্ডটি পড়ে চমকে যাওয়ার কিছু নেই ৷ আসল গপ্পোটা পুরোটাই ফিল্মি ৷ প্রকাশ্যে এসেছে মেঘনা গুলজারের নতুন ছবি ‘রাজি’-র গান ‘দিলবারো’ ৷ আর এই গানেই আলিয়াকে দেখা গিয়েছে একেবারেই বিষন্ন অভিব্যক্তিতে ৷
advertisement
advertisement
সাসপেন্সে মোড়া ‘রাজি’ টিজার ইতিমধ্যেই কৌতুহল ছড়িয়েছে গোটা বলিউডে ৷ ১০ তারিখ মুক্তি পাবে পুরো ট্রেলার ৷ ছবির পরিচালক মেঘনা গুলজার ৷ এই ছবির শ্যুটিং হয়েছে পঞ্জাব, কাশ্মীর ও মুম্বইতে ৷ ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধকে প্রেক্ষাপটে রেখেই তৈরি হয়েছে এই ছবি ৷ লেখক হরিধর সিক্কার ‘কলিঙ্গ সহমত’ ছবি থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে মেঘনার ‘রাজি’ !
advertisement
ছবিতে আলিয়ার বাবার চরিত্রে দেখা যাবে রজিত কাপুর ৷ ‘রাজি’তে ভিকি কৌশলকে দেখা যাবে আলিয়ার স্বামীর চরিত্রে ৷ ১১ মে মুক্তি পাবে মেঘনা গুলজারের এই ছবি ৷ এর আগে মেঘনার আরুশি হত্যা নিয়ে তৈরি ‘তলোয়ার’ বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2018 8:13 PM IST