R Madhavan as FTII President : জাতীয় পুরস্কার জেতার পরেই এফটিআইআই-র প্রধানের পদে মনোনীত হলেন বলি তারকা আর মাধবন

Last Updated:

R Madhavan as FTII President : দিন কয়েক আগেই মাধবন পরিচালিত প্রথম ছবি ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ জাতীয় পুরস্কার পেয়েছে। তার পরেই এই ঘোষণা।

এফটিআইয়ের প্রধানের পদে আর মাধবন
এফটিআইয়ের প্রধানের পদে আর মাধবন
পুণে: পরিচালক শেখর কাপুরের জায়গায় এবার বলি নায়ক। পুণে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই)-র প্রধানের পদে মনোনীত হলেন বলিউড তারকা অভিনেতা আর মাধবন। কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সে কথা ঘোষণা করলেন শুক্রবার। কেবল সভাপতি নন, এফটিআইআই-এর সরকারি পর্ষদের চেয়ারম্যান পদেও মনোনীত হলেন মাধবন।
advertisement
সোশ্যাল মিডিয়া এক্স (পূর্বে যা ট্যুইটার নামে পরিচিত ছিল)-এ অনুরাগ শুক্রবার লিখলেন, ‘এফটিআইআই-এর প্রধান এবং সরকারি পর্ষদের চেয়ারম্যান পদে মনোনীত হওয়ার জন্য অভিনেতা আর মাধবনজিকে আন্তরিক অভিনন্দন। এই বিষয়ে নিশ্চিত যে আপনার অসীম অভিজ্ঞতা এবং গভীর মূল্যবোধ এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করবে, ইতিবাচক পরিবর্তন আনবে এবং মানের দিক থেকে অনেকটাই উচ্চতায় পৌঁছে দেবে। শুভেচ্ছা জানাই।’
advertisement
পোস্ট শেয়ার করে অনুরাগ ঠাকুরকে আবার ধন্যবাদ জানিয়েছেন মাধবন। এক্স (পূর্বে যা ট্যুইটার নামে পরিচিত ছিল)-এ অভিনেতা লিখেছেন, ‘এই সম্মান এবং আপনার শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। সকলের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব।’ এফটিআইআই-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে দু’টি পোস্ট শেয়ার করা হয়েছে।
advertisement
প্রসঙ্গত, দিন কয়েক আগেই মাধবন পরিচালিত প্রথম ছবি ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ জাতীয় পুরস্কার পেয়েছে। তার পরেই এই ঘোষণা। এর আগে বলিউড থেকে দক্ষিণে একাধিক ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। ‘রহেনা হ্যাঁয় তেরে দিল মে’, ‘রং দে বসন্তি’, ‘থ্রি ইডিয়টস’ ছাড়াও ‘বিক্রম বেদা’, ‘কান্নাথিল’-এর মতো ছবিতে তাঁর অভিনয় উচ্চপ্রশংসিত হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
R Madhavan as FTII President : জাতীয় পুরস্কার জেতার পরেই এফটিআইআই-র প্রধানের পদে মনোনীত হলেন বলি তারকা আর মাধবন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement