Pushpa 2: ছবি মুক্তির আগেই ফাঁস গল্প! অল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ নিয়ে চর্চা তুঙ্গে, কী জানা গেল

Last Updated:

শ্যুটিং সেট থেকে একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে৷ ছবিতে দেখা যাচ্ছে, শেষ সজ্জায় শুয়ে আছেন মৃত এক মহিলা৷ ছবি দেখে অনেকেরই মনে হয়েছে ওই মহিলা আসলে নায়িকা রশ্মিকা৷

ছবি মুক্তির আগেই ফাঁস গল্প! অল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ নিয়ে চর্চা তুঙ্গে, কী জানা গেল
ছবি মুক্তির আগেই ফাঁস গল্প! অল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ নিয়ে চর্চা তুঙ্গে, কী জানা গেল
‘পুষ্পা ২’-তে কি মৃত্যু হবে শ্রীবল্লীর? ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে দানা বেঁধেছে রহস্য৷ কিছুদিন আগেই মুক্তি পায় ‘পুষ্পা ২’-ছবির পোস্টার৷ একদম অন্য অবতারে ধরা দিয়েছেন ছবির নায়ক অল্লু অর্জুন৷ ইতিমধ্যেই নির্মাতারা জানিয়েছেন, শ্যুটিং চলছে বহু প্রতীক্ষিত এই ছবির৷ তবে কি ফাঁস হয়ে গেল গল্প?
‘পুষ্পা ২’-তে শ্রীবল্লি রূপে রশ্মিকা মন্দানাকেই দেখা যাবে। এ কথা আগেই নিশ্চিত করেছেন নির্মাতারা৷ তবে, ছবিতে তাঁর লুক নিয়ে বিশেষ কিছুই বলা হয়নি৷ সম্প্রতি, শ্যুটিং সেট থেকে একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে৷ ছবিতে দেখা যাচ্ছে, শেষ সজ্জায় শুয়ে আছেন মৃত এক মহিলা৷ ছবি দেখে অনেকেরই মনে হয়েছে ওই মহিলা আসলে নায়িকা রশ্মিকা৷ দৃশ্যটি ছবিটির কি না, তা স্পষ্ট নয়৷ তবে, ‘পুষ্পা’ ভক্তরা আশঙ্কা করছেন ছবিতে হয়ত মারা যাবেন শ্রীবল্লী ওরফে রশ্মিকা৷
advertisement
advertisement
শুধু রশ্মিকা নয়, ‘পুষ্পা’র অন্য একটি জনপ্রিয় চরিত্রকে নিয়েও মৃত্যুর গুজব রটেছে৷ ‘পুষ্পা’র ঠান্ডা চাউনির সেই পুলিশ অফিসারকে নিশ্চয় মনে আছে৷ ইন্সপেক্টর ভানওয়ার শেখাওয়াত সিংয়ের চরিত্রে অভিনয় করছিলেন মালয়ালম অভিনেতা ফাহাদ ফসিল৷ পুষ্পা অর্থাৎ অল্লু অর্জুনের সঙ্গে যে তার জোর টক্কর হতে চলেছে, সেই আভাস ছিল প্রথম কিস্তিতেই। ভক্তদের ধারনা, ফাহাদের চরিত্রটিরও মৃত্যু হতে পারে এই ছবিতে৷
advertisement
কিছু দিন আগেই নির্মাতারা জানিয়েছিলেন, ছবির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশের শ্যুটিং শেষ করলেন ফাহাদ৷ শ্যুটিংয়ের একটি ছবি শেয়ার করে নির্মাতারা লিখেছেন, “#Pushpa2TheRule-এর একটি গুরুত্বপূর্ণ শিডিউল ‘ভানওয়ার সিং শেখাওয়াত’ ওরফে #FahadhFaasil এর সঙ্গে সম্পন্ন হয়েছে৷ ছবিতে ফাহাদকে তাঁর সেই আইকনিক লুকে দেখা গিয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pushpa 2: ছবি মুক্তির আগেই ফাঁস গল্প! অল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ নিয়ে চর্চা তুঙ্গে, কী জানা গেল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement