Pushpa 2: পুষ্পা টু- র প্রিমিয়ারে মর্মান্তিক ঘটনা! পদপিষ্ট হয়ে মৃত্যু মহিলা ভক্তের, আশঙ্কাজনক মৃতার ছেলেও

Last Updated:

নিহত ওই মহিলার নাম রেভথী (৩৯)৷ .তিনি দিলসুখনগরের বাসিন্দা৷ নিজের স্বামী এবং ছেলেকে নিয়ে পুষ্পা টু দেখতে গিয়েছিলেন ওই যুবতী৷

অল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটল হায়দরাবাদে  ৷
অল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটল হায়দরাবাদে ৷
হায়দরাবাদ: অল্লু অর্জুন অভিনীত ছবি পুষ্পা টু-এর প্রিমিয়ারে ঘটে গেল মর্মান্তিক ঘটনা৷ ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অল্লু অর্জনের এক মহিলা ভক্তের৷ নিহত মহিলার ছেলেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷
বুধবার রাতে হায়দরাবাদের আরটিসি ক্রসরোড এলাকার সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু ছবির প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল৷ সেখানে সশরীরে হাজির ছিলেন অল্লু অর্জুন৷ তাঁকে দেখতে গিয়ে ভক্তদের প্রবল ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়৷ তখনই পদপিষ্ট হন অনেকে৷ মৃত্যু হয় ওই মহিলার৷
advertisement
advertisement
নিহত ওই মহিলার নাম রেভথী (৩৯)৷ .তিনি দিলসুখনগরের বাসিন্দা৷ নিজের স্বামী এবং ছেলেকে নিয়ে পুষ্পা টু দেখতে গিয়েছিলেন ওই যুবতী৷ রাত সাড়ে দশটা নাগাদ সিনেমার প্রদর্শন শেষ হওয়ার পর ওই পরিবারটি প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসার সময় এই দুর্ঘটনা ঘটে৷
advertisement
জানা গিয়েছে, ওই সময় প্রেক্ষাগৃহের ভিতরে হঠাৎই হাজির হন অল্লু অর্জুন৷ প্রিয় তারকাকে এক ঝলক দেখতে বহু মানুষ তখন হুড়োহুড়ি করে প্রেক্ষাগৃহের ভিতরে ঢোকার চেষ্টা করেন৷ ফলে যাঁরা বেরিয়ে আসছিলেন, ধাক্কাধাক্কিতে তাঁদের অনেকেই মাটিতে পড়ে যান৷ তাঁদের পাড়িয়েই চলে যান বাকিরা৷
ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মী এবং অন্যান্য কয়েকজন রেভতীকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেন৷ দ্রুত তাঁকে স্থানীয় একটি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা হয়নি, গুরুতর আহত ওই যুবতীর মৃত্যু হয়৷ তাঁর ছেলেকে একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ যদিও ওই বালকের অবস্থাও আশঙ্কাজনক৷
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অল্লু অর্জুন নিজে ভক্তদের মাঝে এসেছেন, এই খবর ছড়িয়ে পড়তেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়৷ ঘটনাস্থলে আগে থেকে পুলিশ মোতায়েন করা থাকলেও ভিড় সামলাতে ব্যর্থ হয় তারা৷ মৃদু লাঠিচার্জও করা হয়৷ আর সেই ধাক্কাধাক্কির মাঝে পড়েই মাটিতে পড়ে যান রেভতী এবং তাঁর ছেলে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pushpa 2: পুষ্পা টু- র প্রিমিয়ারে মর্মান্তিক ঘটনা! পদপিষ্ট হয়ে মৃত্যু মহিলা ভক্তের, আশঙ্কাজনক মৃতার ছেলেও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement