Pushpa 2: পুষ্পা টু- র প্রিমিয়ারে মর্মান্তিক ঘটনা! পদপিষ্ট হয়ে মৃত্যু মহিলা ভক্তের, আশঙ্কাজনক মৃতার ছেলেও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নিহত ওই মহিলার নাম রেভথী (৩৯)৷ .তিনি দিলসুখনগরের বাসিন্দা৷ নিজের স্বামী এবং ছেলেকে নিয়ে পুষ্পা টু দেখতে গিয়েছিলেন ওই যুবতী৷
হায়দরাবাদ: অল্লু অর্জুন অভিনীত ছবি পুষ্পা টু-এর প্রিমিয়ারে ঘটে গেল মর্মান্তিক ঘটনা৷ ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অল্লু অর্জনের এক মহিলা ভক্তের৷ নিহত মহিলার ছেলেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷
বুধবার রাতে হায়দরাবাদের আরটিসি ক্রসরোড এলাকার সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু ছবির প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল৷ সেখানে সশরীরে হাজির ছিলেন অল্লু অর্জুন৷ তাঁকে দেখতে গিয়ে ভক্তদের প্রবল ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়৷ তখনই পদপিষ্ট হন অনেকে৷ মৃত্যু হয় ওই মহিলার৷
advertisement
advertisement
নিহত ওই মহিলার নাম রেভথী (৩৯)৷ .তিনি দিলসুখনগরের বাসিন্দা৷ নিজের স্বামী এবং ছেলেকে নিয়ে পুষ্পা টু দেখতে গিয়েছিলেন ওই যুবতী৷ রাত সাড়ে দশটা নাগাদ সিনেমার প্রদর্শন শেষ হওয়ার পর ওই পরিবারটি প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসার সময় এই দুর্ঘটনা ঘটে৷
VIDEO | Telangana: A large crowd gathers at Sandhya Theatre in Hyderabad as Allu Arjun (@alluarjun) arrives for the premiere of his movie ‘Pushpa 2’.
‘Pushpa 2’, set to hit the screens Tomorrow, is directed by Sukumar and also features returning stars Mandanna and Fahadh Faasil.… pic.twitter.com/uDTAcM5o5E
— Press Trust of India (@PTI_News) December 4, 2024
advertisement
জানা গিয়েছে, ওই সময় প্রেক্ষাগৃহের ভিতরে হঠাৎই হাজির হন অল্লু অর্জুন৷ প্রিয় তারকাকে এক ঝলক দেখতে বহু মানুষ তখন হুড়োহুড়ি করে প্রেক্ষাগৃহের ভিতরে ঢোকার চেষ্টা করেন৷ ফলে যাঁরা বেরিয়ে আসছিলেন, ধাক্কাধাক্কিতে তাঁদের অনেকেই মাটিতে পড়ে যান৷ তাঁদের পাড়িয়েই চলে যান বাকিরা৷
ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মী এবং অন্যান্য কয়েকজন রেভতীকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেন৷ দ্রুত তাঁকে স্থানীয় একটি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা হয়নি, গুরুতর আহত ওই যুবতীর মৃত্যু হয়৷ তাঁর ছেলেকে একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ যদিও ওই বালকের অবস্থাও আশঙ্কাজনক৷
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অল্লু অর্জুন নিজে ভক্তদের মাঝে এসেছেন, এই খবর ছড়িয়ে পড়তেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়৷ ঘটনাস্থলে আগে থেকে পুলিশ মোতায়েন করা থাকলেও ভিড় সামলাতে ব্যর্থ হয় তারা৷ মৃদু লাঠিচার্জও করা হয়৷ আর সেই ধাক্কাধাক্কির মাঝে পড়েই মাটিতে পড়ে যান রেভতী এবং তাঁর ছেলে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2024 10:23 AM IST