Sudipa Chatterjee: 'পুরীর সুদীপার রান্নাঘর আমার নয়', চরম বিস্ফোরক সুদীপা, নেবেন না দায়

Last Updated:

Sudipa Chatterjee: সুদীপা চট্টোপাধ্যায়। সেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন পুরীতে 'সুদীপার রান্নাঘর' নামের যে রেস্তোরাঁটি রয়েছে, সেটির সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের কোনও সম্পর্ক নেই।

সুদীপা চট্টোপাধ্যায়। ফাইল ছবি।
সুদীপা চট্টোপাধ্যায়। ফাইল ছবি।
কলকাতা: বাঙালির পুরী প্রীতির কথা কারও অজানা নয়। কেউ জগন্নাথ দর্শনে বারে বারে ছুটে যান ওড়িশার সৈকত শহরে, আবার কেউ শুধুই সমুদ্রের টানে। বাঙালি বেড়াতে যাবে, আর উদরপূর্তি হবে না, তাও আবার হয় নাকি! রাস্তার খাবার থেকে বড় বড় রেস্তোরাঁ চেন, এখন পুরীতে কী নেই! রয়েছে ‘সুদীপার রান্নাঘর’ও। আর এখন সেই রেস্তোরাঁ ঘিরেই বিতর্ক তুঙ্গে।
সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার একটি পোস্ট করেছেন রান্নাঘর সঞ্চালিকা তথা অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। সেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন পুরীতে ‘সুদীপার রান্নাঘর’ নামের যে রেস্তোরাঁটি রয়েছে, সেটির সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুনঃ কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
সুদীপা লেখেন, “পুরীর এই রেস্তোরাঁটির সাথে আমার ও আমার পরিবারের কেউ যুক্ত নয়। এরা বেআইনিভাবে- আমার নাম ও আমার পুরোনো রেস্তোরাঁর লোগোও ব্যাবহার করছে। দীর্ঘদিন ধরে করছে। আমি প্রথমে ভেবেছিলাম-কিছু বলবো না…কেউ যদি আমার নামকে সন্মান দিয়ে দু-পয়সা রোজগার করে- তা তো ঈশ্বর ওনার জন্য স্থির করে রেখেছেন। আমি আটকাবো কেন?”
advertisement
advertisement
তিনি আরও লিখেছেন, “বেশ কিছুদিন ধরে অনেকের অনেক অভিযোগ আসতে থাকার পর, এই সিদ্ধান্ত নিলাম যে, এটা আর চলতে দেওয়া যায় না। কারণ, আগামীদিনে কেউ ওঁদের খাবার খেয়ে অসুস্থ হলে-সে দায় তো আমার ওপরও খানিকটা বর্তায়? তাই, আমার ফেসবুকের সকল বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ, কেউ যদি ওই রেস্তোরাঁর কর্ণধারকে চেনেন- তাহলে, তাঁকে এ বিষয়ে অবগত করে, অবিলম্বে আমার সঙ্গে যোগাযোগ করতে বলুন। নয়তো, আমাকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, যা আমার একান্তই অনিচ্ছার।”
advertisement
সুদীপা আরও লিখেছেন, “আমি একদমই কোনও ব্যবসায়িক ক্ষতি চাই না। শুধু আমার নাম আর লোগো- তাঁরা আমার বিনা অনুমতিক্রম যেন ব্যাবহার না করেন। এই মুহুর্তে কেউ পুরী বেড়াতে গেলে- যদি বন্ধু হিসাবে আমার এটুকু উপকার করেন- তাহলে চিরকৃতজ্ঞ থাকবো। জয় জগন্নাথ।”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudipa Chatterjee: 'পুরীর সুদীপার রান্নাঘর আমার নয়', চরম বিস্ফোরক সুদীপা, নেবেন না দায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement