Puja Banerjee-Viral: 'বৌদি এটা কী পরেছেন? খুলে স্নান করুন!' বাথটবে শুয়ে তুমুল ভাইরাল পূজা! ভিডিও নিয়ে শোরগোল!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Puja Banerjee-Viral: পূজা এখন তুমুল ভাইরাল! জানুন কী কাণ্ড হল তাঁর ছবি ও ভিডিও নিয়ে!
মুম্বই: পূজা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চয় চেনেন! বাংলা সিনেমা ও হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ পূজা! দেব-জিতের সঙ্গে রয়েছে পূজার সিনেমা! হিন্দি ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু বিয়ের পর ধীরে ধীরে কাজ কমিয়েছেন পূজা! এখন তিনি এক সন্তানের মা! সংসার ও সন্তানকে সামলে পূজা কিন্তু করছেন টুক-টাক কাজও! পূজার সোশ্যাল মিডিয়াতে গেলেই দেখতে পাওয়া যায় নতুন নতুন মডেলিং, ফটোশ্যুট করছেন তিনি। আর সেই সব ছবি ভিডিও বেশ ভাইরালও! সম্প্রতি এমন এক ফটোশ্যুটের জন্য চর্চায় উঠে এসেছে পূজার নাম!
সম্প্রতি পূজাকে দেখা গিয়েছে বাথটবে ফটোশ্যুট করতে দেখা গিয়েছে। সেখানে দেখা গোলাপি হট পোশাকে বাথটবে শুয়ে আছেন পূজা! পায়ে সাদা স্নিকার! জুতো পরেই বাথটবে শুয়ে পরেছেন তিনি। অফ সোল্ডার হট পোশাকে মন কেড়েছেন পূজা! বহু মানুষ নায়িকার এই ছবি দেখে প্রশংসা করেছেন। তবে এই পোস্টেই ট্রোলড হতে হয় পূজাকে!
advertisement
advertisement
দেখা যায় পূজার পোস্টে কমেন্টের পর কমেন্টের ঝড় বয়ে যাচ্ছে! সেখানে একজন লিখেছেন, “ম্যাম আপনি হয়ত ভুলে গেছেন যে আপনার স্নান হয়ে গেছে। তারপরেও স্নিকার পরে আপনি বাথটবে! ওগুলো ভিজে যাবে তো! ” আবার কেউ লিখেছন, ‘জুতো পরে বাথটবে? নোংরা হবে তো!’
আরও পড়ুন: ‘তোর পুরো সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যাচ্ছিস!’ কৌশানীর সব সম্পত্তি পাবেন রাজ! বলছেন ‘খেলাও হবে’! জানুন
advertisement
আরও পড়ুন:
আবার একজন লিখেছেন, “আপনাকে সব রকম ভাবেই সুন্দর দেখতে লাগে।” মোট কথা এই পোস্ট এখন চর্চায়! বহু মানুষ তাঁর এই ছবিতে কমেন্ট করেছেন! এছাড়াও ইনস্টাগ্রামে পূজার বহু হট ভিডিও রয়েছে। স্বামী কুণালের সঙ্গে ও ছেলের সঙ্গেও ছবি ভিডিও রয়েছে নায়িকার! ভাইরাল প্রায় সবকটি ভিডিওই! তবে পূজাকে কী আবার সিনেমা সিরিয়ালে দেখা যাবে? সে বিষয়ে আপাতত কিছু জানাননি তিনি। তবে আপাতত মডেলিংয়েই ব্যস্ত নায়িকা!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2023 8:46 PM IST