Prriyam and Shuvajit: নিজেদের বাবা মা হতে চলার খবর পিতৃদিবসে সকলের সঙ্গে ভাগ করে নিলেন তারকা দম্পতি

Last Updated:

অশান্ত সময়েই সুখবর দিলেন প্রিয়ম ও শুভজিৎ ৷ তারকা দম্পতি জানালেন তাঁদের সংসারে নতুন অতিথি আগমনের সময় আসছে, তার খবর ৷

কলকাতা :  অশান্ত সময়েই সুখবর দিলেন প্রিয়ম ও শুভজিৎ ৷ তারকা দম্পতি জানালেন তাঁদের সংসারে নতুন অতিথি আগমনের সময় আসছে, তার খবর ৷ ফেসবুকে সাদাকালো ঘনিষ্ঠ ছবির সঙ্গে ছন্দ মিলিয়ে লেখা বার্তায় জানানো হল প্রিয়ম সন্তানসম্ভবা ৷ নিজেদের বাবা মা হতে চলার খবর পিতৃদিবসে সকলের সঙ্গে ভাগ করে নিলেন কুশীলব দম্পতি ৷
তাঁদের ভালবাসার চিহ্নটিকে আশীর্বাদ জানানোর জন্য সকলের কাছে আর্জি জানিয়েছেন শুভজিৎ ও প্রিয়ম ৷ ছন্দোবদ্ধ সুরে লেখা বার্তা বলছে, ‘‘প্রকৃতির খামখেয়ালীতে অশান্ত এ পৃথিবীতে, তোমার আসার খবরটিতে হাসছি দেখো যুগলেতে। তোমার আসার সময় হল সবকিছু তাই ভুলিয়ে দিল, দুঃসময়ের চিন্তাগুলো কোথায় যেন হারিয়ে গেল। মোদের জীবন ধন্য করে এসো নতুন খুশির ভোরে, ঘরটি মোদের আলো করে আসবে তুমি কদিন পরে। তোমার আসার আনন্দেতে হাসছি মোরা যুগলেতে।সবাই আশিষ দিও মোদের,ভালবাসার চিহ্ন টিরে।’’
advertisement
গত কয়েক মাস ধরে কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন প্রিয়ম ৷ তখনই গুঞ্জন পুঞ্জীভূত হয়েছিল ৷ অবশেষে এল সুসংবাদ ৷
advertisement
শুভজিতের সঙ্গে প্রিয়মের আলাপ কাজের সূত্রেই, বেশ কিছু বছর আগে ৷ তাঁদের এনগেজমেন্ট হয় ২০১৬ সালে ৷ গাঁটছড়া বাঁধেন তিন বছর পর, ২০১৯-এর ডিসেম্বরে ৷
দুই তারকা ইন্ডাস্ট্রিতেও আছেন বেশ কয়েক বছর ধরে ৷ ‘মেমবউ’, ‘তারানাথ তান্ত্রিক’, ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের জনপ্রিয় মুখ প্রিয়ম দর্শকদের নজর কেড়েছেন ‘রাসমণি’ ধারাবাহিকে ৷ দর্শকদের পছন্দতালিকার শীর্ষে থাকা এই ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন প্রসন্নময়ী চরিত্রে ৷
advertisement
অন্যদিকে শুভজিৎকে দর্শক মনে রেখেছেন ‘বকুলকথা’ এবং ‘চিরদিনই আমি যে তোমার’ ধারাবাহিকের খলচরিত্রের রূপকার হিসেবে ৷ ‘কে আপন কে পর’ ধারাবাহিকে তিনি অভিনয় করেন চিকিৎসকের ভূমিকায় ৷
আপাতত শুভজিৎ-প্রিয়ম মগ্ন অনাগত সুখস্বপ্নে ৷ টলিউডের অসংখ্য তারকা তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Prriyam and Shuvajit: নিজেদের বাবা মা হতে চলার খবর পিতৃদিবসে সকলের সঙ্গে ভাগ করে নিলেন তারকা দম্পতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement