কলকাতা : স্মৃতিমেদুরতায় প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) অতীতচারী ৷ শেয়ার করলেন ছেলের সঙ্গে তাঁর ফুটবল খেলার ছবি ৷ বেশ কয়েক বছরের পুরনো ছবিটি ঘিরে উচ্ছ্বসিত নেটিজেনরা ৷ ছবিতে দেখা যাচ্ছে, ছেলে তৃষাণজিতের সঙ্গে ফুটবল খেলছেন নায়ক ৷ ছবিতে তৃষাণজিৎ বেশ ছোট ৷ তার থেকেই বোঝা যাচ্ছে বেশ কিছু বছরের পুরনো ছবি এটি ৷ তৃষাণজিতের পরনে ‘এটিকে’-এর জার্সি ৷
প্রসেনজিতের ফুটবলপ্রেম বহুবিদিত ৷ বাবা এবং ছেলে দু’জনেই বিশ্ব ফুটবলে আর্জেন্তিনার ভক্ত ৷ যে ছবিটি ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রসেনজিৎ, সেখানে তিনি ছেলের সঙ্গে সম্ভবত কোনও আবাসনের সামনে খোলা চত্বরে ফুটবল নিয়ে মেতেছেন ৷
প্রসেনজিৎ-অর্পিতার একমাত্র ছেলে তৃষাণজিৎ এখন বিদেশে পড়াশোনা করছেন ৷ ছেলের সঙ্গে সঙ্গে নায়ক হয়তো ফিরে গিয়েছেন নিজের শৈশবেও ৷ শেয়ার করা ছবির নাম দিয়েছেন ‘ফ্ল্যাশব্যাক ফ্রাইডে’ ৷ সিনেমার বাইরেও তিনি সপ্তাহান্তের ফ্ল্যাশব্যাকে ৷
তৃষাণজিৎ বড় হয়ে যাওয়ার পর এখন অর্পিতার হাতেও বেশ কিছুটা নিজস্ব সময় ৷ নতুন করে শুরু করছেন অতীতের এই জনপ্রিয় নায়িকা ৷ এখন তাঁর জীবন জুড়ে শুধুই গওহরজান ৷ উনিশ শতকের এই প্রখ্যাত ধ্রুপদ শিল্পী ও নর্তকীর ভূমিকায় মঞ্চে অভিনয় করবেন তিনি ৷ অবন্তী চক্রবর্তীর পরিচালনায় নাটকের নাম ‘মাই নেম ইজ জান’৷ প্রসঙ্গত গওহরজানের সব রেকর্ডের উপরে লেখা থাকত ‘মাই নেম ইজ জান’ ৷ সে সময় শুধু এই লাইনটার জন্যই হু হু করে বিক্রি হত গ্রামাফোন কোম্পানির রেকর্ড ৷ তাঁর আকাশছোঁয়া সাফল্যের জন্য গওহরজানকে বলা হত ‘দ্য গ্রামাফোন গার্ল’ এবং ‘ভারতের প্রথম রেকর্ডিং সুপারস্টার’ ৷ ১৯০২ থেকে ১৯২০ অবধি, দশটিরও বেশি ভাষায় ৬০০-র বেশি গান রেকর্ড করেছিলেন গওহরজান ৷
কিংবদন্তি শিল্পীর চরিত্রে অভিনয়ের প্রস্তুতি হিসেবে নিজেকে উজাড় করে দিয়েছেন অর্পিতা ৷ ফেসবুকে মাঝে মাঝে শেয়ার করেন প্রস্তুতিপর্ব ৷ প্রসেনজিতের পায়ে ফুটবল, অর্পিতার কণ্ঠে এবং নূপুরে গওহরজান, নেটিজেনদের উদ্বেলিত হওয়ায় আর কে বাধ সাধতে পারে!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।