করোনা ভাইরাস আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব ! এবার সকলকে সতর্ক করলেন প্রিয়াঙ্কা চোপড়া
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
প্রিয়াঙ্কা চোপড়া তাঁর সোশ্যাল মিডিয়ার সব কটি অ্যাকাউন্ট থেকে সতর্ক করেছেন মানুষকে।
#মুন্বই: ভাইরাস রুখতে নেই কোনও ভ্যাকসিন। নেই কোনও নির্দিষ্ট চিকিৎসাও। চেনা উপসর্গের আড়ালেই ঘাপটি মেরে থাকে করোনা ভাইরাস। চিনের এই ভাইরাস এখন আতঙ্ক ছড়াচ্ছে ভারতেও। কোনও মানুষের করোনা ভাইরাসে সংক্রমণের প্রথম ঘটনাটি নজরে আসে চিনের ইউহান প্রদেশে। এমনকি দক্ষিণ-পূর্ব এশিয়ার তাইল্যান্ড, মালয়েশিয়াতেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারান কয়েকজন। এই পরিস্থিতিতে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতেও। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতেও ইতিমধ্যে মারা গিয়েছে একজন।
এই সময় দাঁড়িয়ে মানুষকে সতর্ক করতে ব্যস্ত সব সেলেবরাই। অমিতাভ বচ্চন থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া, অনিল কাপুর, কার্তিক আরিয়ান সকলেই যে যার মতো করে মানুষের জন্য, তাঁদের ফ্যানেদের জন্য বার্তা দিচ্ছেন। প্রিয়াঙ্কা চোপড়া তাঁর সোশ্যাল মিডিয়ার সব কটি অ্যাকাউন্ট থেকে সতর্ক করেছেন মানুষকে। তিনি একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, সবাইকে নমস্কার করুন। হাত মেলাবেন না। এতে করোনা ছড়াতে পারে। সবাই সাবধানে থাকুন।"
advertisement
It’s all about Namaste 🙏🏻 an old but new way to greet people in a time of change around the world. Please stay safe everyone! pic.twitter.com/fqk12QbD7K
— PRIYANKA (@priyankachopra) March 12, 2020
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2020 4:36 PM IST