Rahul and Priyanka : ‘জুটিতে দুটিতে’-এর জল্পনার উত্তর কি ‘একলা চোখের সীমানায়’?

Last Updated:

জল্পনায় নিজেই জল ঢাললেন প্রিয়াঙ্কা সরকার ৷ সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে কার্যত বুঝিয়ে দিলেন আপাতত ‘একলা ঘর’-ই তাঁর দেশ ৷

কলকাতা : তাঁকে ঘিরেই জল্পনা ৷ সেই জল্পনায় নিজেই জল ঢাললেন প্রিয়াঙ্কা সরকার ৷ সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে কার্যত বুঝিয়ে দিলেন আপাতত ‘একলা ঘর’-ই তাঁর দেশ ৷
সব জল্পনা কল্পনার সূত্রপাত রাহুলের পোস্ট করা একটি ছবি ঘিরে ৷ দিন কয়েক আগে তিনি ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি থেকে একটি স্থিরচিত্র পোস্ট করেছিলেন ৷ রাজ চক্রবর্তীর পরিচালনায় সে ছবি ছিল রাহুল ও প্রিয়াঙ্কা, দুজনেরই প্রথম বড় পর্দায় কাজ ৷ এই ছবি থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত এবং পরে পরিণয় ৷
advertisement
প্রথম ছবিতে তাঁর ও প্রিয়াঙ্কার অন্তরঙ্গ একটি ফ্রেম শেয়ার করেছিলেন রাহুল ৷ ক্যাপশনে লিখেছিলেন ‘জুটিতে দুটিতে’৷ তার পরই জোরালো হয় জল্পনা ৷ তা হলে কি আবার এক হচ্ছেন ভেঙে যাওয়া এই জুটি ?
advertisement
উত্তরটা কার্যত দিলেন প্রিয়াঙ্কাই ৷ তিনিও শেয়ার করলেন ওই ছবিরই একটি স্থিরচিত্র ৷ কিন্তু সেখানে নিজের থেকে বাদ দিয়েছেন রাহুলকে ৷ ছবি থেকেও ইঙ্গিতবহ অভিনেত্রীর ক্যাপশন ৷ প্রিয়াঙ্কা লিখেছেন, ‘ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে,‘একলা’ চোখের সীমানায়’ ৷ পঙক্তির মধ্যে ‘একলা’ শব্দটা আলাদা করে উদ্ধারচিহ্নের মধ্যে রাখাটা তাৎপর্যপূর্ণ ৷ কারণ ওই ছবিতে জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে “ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে দুটি চোখের সীমানায়…” গানটি শ্রোতাদের মন জয় করেছিল ৷ সেই গানেই ‘দুটি’-কে ‘একলা’ করে দিলেন প্রিয়াঙ্কা ৷ অর্থাৎ জুটিতে দুটিতে-এর উত্তর হল দুটি-র বদলে একলা!
advertisement
রাহুল প্রিয়াঙ্কার বিবাহবিচ্ছেদের মামলা এখনও চলছে ৷ প্রিয়াঙ্কার থেকে দূরে চলে যাওয়ার পর প্রথমে সন্দীপ্তা, এখন রুকমা, দুই সহ-অভিনেত্রীর সঙ্গে রাহুলের প্রেমের গুঞ্জন তীব্র হয়েছে ৷ অন্যদিকে প্রিয়াঙ্কাও কাছাকাছি এসেছিলেন আলোকচিত্রী তথাগতর ৷ কিন্তু সে সম্পর্কও ভেঙে গিয়েছে বলে শোনা গিয়েছে ৷ আপাতত প্রিয়াঙ্কা শুধুই সহজের মা ৷ একাকী এগিয়ে যাওয়ার বার্তা আবার স্পষ্ট তাঁর পোস্টে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul and Priyanka : ‘জুটিতে দুটিতে’-এর জল্পনার উত্তর কি ‘একলা চোখের সীমানায়’?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement