Rahul and Priyanka : ‘জুটিতে দুটিতে’-এর জল্পনার উত্তর কি ‘একলা চোখের সীমানায়’?

Last Updated:

জল্পনায় নিজেই জল ঢাললেন প্রিয়াঙ্কা সরকার ৷ সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে কার্যত বুঝিয়ে দিলেন আপাতত ‘একলা ঘর’-ই তাঁর দেশ ৷

কলকাতা : তাঁকে ঘিরেই জল্পনা ৷ সেই জল্পনায় নিজেই জল ঢাললেন প্রিয়াঙ্কা সরকার ৷ সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে কার্যত বুঝিয়ে দিলেন আপাতত ‘একলা ঘর’-ই তাঁর দেশ ৷
সব জল্পনা কল্পনার সূত্রপাত রাহুলের পোস্ট করা একটি ছবি ঘিরে ৷ দিন কয়েক আগে তিনি ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি থেকে একটি স্থিরচিত্র পোস্ট করেছিলেন ৷ রাজ চক্রবর্তীর পরিচালনায় সে ছবি ছিল রাহুল ও প্রিয়াঙ্কা, দুজনেরই প্রথম বড় পর্দায় কাজ ৷ এই ছবি থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত এবং পরে পরিণয় ৷
advertisement
প্রথম ছবিতে তাঁর ও প্রিয়াঙ্কার অন্তরঙ্গ একটি ফ্রেম শেয়ার করেছিলেন রাহুল ৷ ক্যাপশনে লিখেছিলেন ‘জুটিতে দুটিতে’৷ তার পরই জোরালো হয় জল্পনা ৷ তা হলে কি আবার এক হচ্ছেন ভেঙে যাওয়া এই জুটি ?
advertisement
উত্তরটা কার্যত দিলেন প্রিয়াঙ্কাই ৷ তিনিও শেয়ার করলেন ওই ছবিরই একটি স্থিরচিত্র ৷ কিন্তু সেখানে নিজের থেকে বাদ দিয়েছেন রাহুলকে ৷ ছবি থেকেও ইঙ্গিতবহ অভিনেত্রীর ক্যাপশন ৷ প্রিয়াঙ্কা লিখেছেন, ‘ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে,‘একলা’ চোখের সীমানায়’ ৷ পঙক্তির মধ্যে ‘একলা’ শব্দটা আলাদা করে উদ্ধারচিহ্নের মধ্যে রাখাটা তাৎপর্যপূর্ণ ৷ কারণ ওই ছবিতে জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে “ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে দুটি চোখের সীমানায়…” গানটি শ্রোতাদের মন জয় করেছিল ৷ সেই গানেই ‘দুটি’-কে ‘একলা’ করে দিলেন প্রিয়াঙ্কা ৷ অর্থাৎ জুটিতে দুটিতে-এর উত্তর হল দুটি-র বদলে একলা!
advertisement
রাহুল প্রিয়াঙ্কার বিবাহবিচ্ছেদের মামলা এখনও চলছে ৷ প্রিয়াঙ্কার থেকে দূরে চলে যাওয়ার পর প্রথমে সন্দীপ্তা, এখন রুকমা, দুই সহ-অভিনেত্রীর সঙ্গে রাহুলের প্রেমের গুঞ্জন তীব্র হয়েছে ৷ অন্যদিকে প্রিয়াঙ্কাও কাছাকাছি এসেছিলেন আলোকচিত্রী তথাগতর ৷ কিন্তু সে সম্পর্কও ভেঙে গিয়েছে বলে শোনা গিয়েছে ৷ আপাতত প্রিয়াঙ্কা শুধুই সহজের মা ৷ একাকী এগিয়ে যাওয়ার বার্তা আবার স্পষ্ট তাঁর পোস্টে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul and Priyanka : ‘জুটিতে দুটিতে’-এর জল্পনার উত্তর কি ‘একলা চোখের সীমানায়’?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement