Priyanka Chopra on Ukraine crisis : ওরাও আমার আপনার মতো নিরীহ মানুষ! ইউক্রেনের সাধারণ মানুষদের নিয়ে উদ্বিগ্ন প্রিয়াঙ্কা চোপড়া
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Priyanka Chopra on Ukraine crisis : ইউক্রেনের মানুষ শুধুই শুনতে পাচ্ছে কামান, গুলি, সাইরেনের শব্দ। বাতাসে বারুদের গন্ধ। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বহু তারকাও।
#কিয়েভ: ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণে উদ্বিগ্ন গোটা বিশ্বের মানুষ (Ukraine crisis)। রাশিয়া ও ইউক্রেনের পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হচ্ছে। ইউক্রেনের মানুষ শুধুই শুনতে পাচ্ছে কামান, গুলি, সাইরেনের শব্দ। বাতাসে বারুদের গন্ধ। বিষয়টি উদ্বেগ প্রকাশ করেছেন বহু তারকাও। এবার মুখ খুললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।
প্রিয়াঙ্কার (Priyanka Chopra) কথায় ইউক্রেনের (Ukraine crisis) বর্তমান পরিস্থিতি ভয়ঙ্কর। পরিস্থিতি কী ভাবে হঠাৎ এত ভয়ঙ্কর হয়ে উঠল সেই বিষয়টি দেখেও হতভম্ভ অভিনেত্রী। বৃহস্পতি ইউক্রেনের উপর আক্রমণ করে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। প্রিয়াঙ্কা ইউনিসেফ-এর একজন গুডউইল অ্যাম্বাসাডারও। ইউক্রেনের ভয়াবহ একটি ভিডিও শেয়ার করছেন প্রিয়াঙ্কা। সঙ্গে নিজের মতামতও লিখেছেন অভিনেত্রী।
প্রিয়াঙ্কা (Priyanka Chopra) লিখছেন, "ইউক্রেনের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। নিরীহ মানুষরা নিজেদের ও প্রিয়জনদের জীবনের ভয় নিয়ে বাঁচছেন। এর পরেই তাঁদের সঙ্গে কী হবে সে ব্যাপারেও শুধুই অনিশ্চয়তা।" প্রিয়াঙ্কা আরও লিখেছেন, "এই আধুনিক দুনিয়ায় কী ভাবে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে সেটা বুঝে ওঠাই বেশ কঠিন।"
advertisement
advertisement
advertisement
প্রিয়াঙ্কা ইউক্রেনের (Ukraine crisis) সাধারণ মানুষের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলছেন, "এই যুদ্ধ ক্ষেত্রে বহু নিরীহ মানুষ বাস করছে। তারা আমার আপনার মতোই।"
প্রসঙ্গত, ইউক্রেনের মধ্যে রাজধানী কিয়েভের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। তবে গোটা ইউক্রেনই যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র, গোলা আছড়ে পড়ছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে। কিছুক্ষণ আগেই যা ছিল সাজানো গোছানো বাড়ি। মুহূর্তে গোলার আঘাতের পর মনে হচ্ছে তা যেন কোনও ধ্বংসস্তূপ। আর এই পরিস্থিতিতে কিয়েভ সহ গোটা ইউক্রেনে আটকে আছে হাজার হাজার ভারতীয় পড়ুয়া। তাঁদের নিয়েও এদেশের নাগরিকরা উদ্বিগ্ন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 25, 2022 10:12 PM IST