Gangubai Kathiawadi : 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' দেখলেন নীতু কাপুর! হবু বউমার অভিনয় দেখে রিভিউ দিলেন শাশুড়ি

Last Updated:

Gangubai Kathiawadi : ছবিটি দেখে ফেলেছেন আলিয়ার হবু শাশুড়ি তথা রণবীর কাপুরের মা নীতু কাপুরও।

'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' দেখলেন নীতু কাপুর! হবু বউমার অভিনয় দেখে রিভিউ দিলেন শাশুড়ি
'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' দেখলেন নীতু কাপুর! হবু বউমার অভিনয় দেখে রিভিউ দিলেন শাশুড়ি
#মুম্বই: মুক্তি পেয়েছে এ বছরের বহু প্রতীক্ষীত ছবি গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi)। সঞ্জয় লীলা বনসালির পরিচালনায় প্রথম কাজ করলেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) । আলিয়ার অভিনয় ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। ছবিটি দেখে ফেলেছেন আলিয়ার হবু শাশুড়ি তথা রণবীর কাপুরের মা নীতু কাপুরও। ছবি দেখে রিভিউ পর্যন্ত দিয়েছেন তিনি।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি দেখে তিনি জানিয়েছেন আলিয়ার অভিনয় ও সঞ্জয় লীলা বনসালির পরিচালনা তাঁর কেমন লাগল। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi) ছবির একটি পোস্টার শেয়ার করে জানিয়েছেন তিনি আলিয়ার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন। হবু বউমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ নীতু। নেটিজেনও এই পোস্ট দেখে মুগ্ধ।
আলিয়া ও রণবীর কাপুর বহুদিন ধরেই সম্পর্কে আছেন। এখন শুধু তাঁদের চারহাত এক হওয়ার অপেক্ষা। আলিয়ার প্রশংসা নীতু কাপুর করায় জল্পনা আরও তুঙ্গে উঠেছে। নেটিজেনদের একটাই প্রশ্ন, কবে বিয়ে করছেন আলিয়া ও রণবীর।
advertisement
advertisement
advertisement
ছবিতে (Gangubai Kathiawadi) আলিয়া ছাড়াও অভিনয় করেছেন অজয় দেবগণ, শান্তনু মাহেশ্বরী ও বিজয় রাজ। অজয় দেবগণকেও এক মাফিয়ার চরিত্রে দেখা যাবে। শান্তনু মাহেশ্বরীকে আলিয়ার (Alia Bhatt) প্রেমিকের চরিত্রে দেখা যাবে। ট্রেলারে দেখা গিয়েছে রামনিক লালের চরিত্রে অভিনয় করছেন তিনি। সেখান থেকেই গঙ্গুবাইয়ের সঙ্গে তাঁর প্রেম জমে উঠবে। শান্তনু কলকাতার ছেলে। ২০১২ সালে যখন আলিয়ার প্রথম ছবি মুক্তি পায়। সে সময়ে ধারাবাহিকে অভিনয় করছিলেন শান্তনু।
advertisement
গত বছরের জুলাই মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল চলচ্চিত্রটির কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে তা পিছিয়ে যায়। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি সঞ্জয় লীলা বনসালির সঙ্গে আলিয়া ভাটের প্রথম কাজ। ১৯৬০-এর দশকে মুম্বইয়ের রেড-লাইট এলাকা কামাথিপুরার সবচেয়ে শক্তিশালী, প্রিয় এবং শ্রদ্ধেয় মানুষদের একজন ছিলেন গাঙ্গুবাই।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Gangubai Kathiawadi : 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' দেখলেন নীতু কাপুর! হবু বউমার অভিনয় দেখে রিভিউ দিলেন শাশুড়ি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement