বিয়ের এক বছর, প্রেমের ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা চোপড়া
Last Updated:
দেখতে দেখতে কেটে গেল বিয়ের এক বছর ৷ আর সেই এক বছরকেই যেন বিয়ের দিনে ফিরে দেখলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস ৷
#মুম্বই: দেখতে দেখতে কেটে গেল বিয়ের এক বছর ৷ আর সেই এক বছরকেই যেন বিয়ের দিনে ফিরে দেখলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস ৷ প্রথম বিবাহ বার্ষিকীতে শেয়ার করলেন এক প্রেমের ভিডিও ৷ যেখানে উঠে এল প্রিয়াঙ্কা ও নিকের ভালোবাসার গল্প ৷
বিয়ের আগে থেকেই নিক জোনাসকে সঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করে খবরের শিরোনামে থাকতেন প্রিয়াঙ্কা ৷ তারপর হঠাৎ বিয়ে, পর পর রিসেপশনে গোটা বিশ্বের কাছে নজর কাড়লেন এই দম্পতি ৷ শুধু তাই নয়, প্রথমে ক্রিশ্চিয়ান মতে ও পরে হিন্দুমতে বিয়ে করে রীতিমতো ট্রেন্ড সেট করলেন প্রিয়াঙ্কা-নিক ৷
তবে এখানেই থেমে থাকা নয়, বিয়ের পর প্রায় প্রত্যেকদিনই নিজেদের প্রেমকে সবার সামনে আনার জন্য সোশ্যাল মিডিয়ায় অন্তরঙ্গ ছবি পোস্ট করতে থাকতেন প্রিয়াঙ্কা ও নিক ৷ আর বার বার সবাইকে জানান দিতেন, তারা কতটা নিজেদের প্রেমে হাবুডুবু !
advertisement
advertisement
সেই প্রেমকেই যেন আবার সামনে নিয়ে এলেন প্রিয়াঙ্কা ও নিক ৷ সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন প্রেমের ভিডিও৷
দেখুন সেই ভিডিও---
My promise. Then..today.. forever. You bring me joy, grace, balance, excitement, passion.. all in the same moment...thank you for finding me..Happy First wedding anniversary Husband.. @nickjonas
And Thank you to everyone for the love and good wishes. We feel blessed. pic.twitter.com/UZgnYQZlVx — PRIYANKA (@priyankachopra) December 1, 2019
advertisement
দেখুন ভিডিও---
One year ago today we said forever... well forever isn’t nearly long enough. I love you with all of my heart @priyankachopra happy anniversary. pic.twitter.com/7UpmLmPTu8 — Nick Jonas (@nickjonas) December 1, 2019
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 02, 2019 9:43 AM IST