• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • PRIYANKA CHOPRA NICK JONAS WISH EACH OTHER ON WEDDING ANNIVERSARY WITH THROWBACK PICS AM

বিয়ের এক বছর, প্রেমের ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা চোপড়া

দেখতে দেখতে কেটে গেল বিয়ের এক বছর ৷ আর সেই এক বছরকেই যেন বিয়ের দিনে ফিরে দেখলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস ৷

দেখতে দেখতে কেটে গেল বিয়ের এক বছর ৷ আর সেই এক বছরকেই যেন বিয়ের দিনে ফিরে দেখলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস ৷

 • Share this:

  #মুম্বই: দেখতে দেখতে কেটে গেল বিয়ের এক বছর ৷ আর সেই এক বছরকেই যেন বিয়ের দিনে ফিরে দেখলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস ৷ প্রথম বিবাহ বার্ষিকীতে শেয়ার করলেন এক প্রেমের ভিডিও ৷ যেখানে উঠে এল প্রিয়াঙ্কা ও নিকের ভালোবাসার গল্প ৷

  বিয়ের আগে থেকেই নিক জোনাসকে সঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করে খবরের শিরোনামে থাকতেন প্রিয়াঙ্কা ৷ তারপর হঠাৎ বিয়ে, পর পর রিসেপশনে গোটা বিশ্বের কাছে নজর কাড়লেন এই দম্পতি ৷ শুধু তাই নয়, প্রথমে ক্রিশ্চিয়ান মতে ও পরে হিন্দুমতে বিয়ে করে রীতিমতো ট্রেন্ড সেট করলেন প্রিয়াঙ্কা-নিক ৷

  তবে এখানেই থেমে থাকা নয়, বিয়ের পর প্রায় প্রত্যেকদিনই নিজেদের প্রেমকে সবার সামনে আনার জন্য সোশ্যাল মিডিয়ায় অন্তরঙ্গ ছবি পোস্ট করতে থাকতেন প্রিয়াঙ্কা ও নিক ৷ আর বার বার সবাইকে জানান দিতেন, তারা কতটা নিজেদের প্রেমে হাবুডুবু !

  সেই প্রেমকেই যেন আবার সামনে নিয়ে এলেন প্রিয়াঙ্কা ও নিক ৷ সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন প্রেমের ভিডিও৷

  দেখুন সেই ভিডিও---

  দেখুন ভিডিও---
  First published: