corona virus btn
corona virus btn
Loading

বিয়ের এক বছর, প্রেমের ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা চোপড়া

বিয়ের এক বছর, প্রেমের ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা চোপড়া

দেখতে দেখতে কেটে গেল বিয়ের এক বছর ৷ আর সেই এক বছরকেই যেন বিয়ের দিনে ফিরে দেখলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস ৷

  • Share this:

#মুম্বই: দেখতে দেখতে কেটে গেল বিয়ের এক বছর ৷ আর সেই এক বছরকেই যেন বিয়ের দিনে ফিরে দেখলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস ৷ প্রথম বিবাহ বার্ষিকীতে শেয়ার করলেন এক প্রেমের ভিডিও ৷ যেখানে উঠে এল প্রিয়াঙ্কা ও নিকের ভালোবাসার গল্প ৷

বিয়ের আগে থেকেই নিক জোনাসকে সঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করে খবরের শিরোনামে থাকতেন প্রিয়াঙ্কা ৷ তারপর হঠাৎ বিয়ে, পর পর রিসেপশনে গোটা বিশ্বের কাছে নজর কাড়লেন এই দম্পতি ৷ শুধু তাই নয়, প্রথমে ক্রিশ্চিয়ান মতে ও পরে হিন্দুমতে বিয়ে করে রীতিমতো ট্রেন্ড সেট করলেন প্রিয়াঙ্কা-নিক ৷

তবে এখানেই থেমে থাকা নয়, বিয়ের পর প্রায় প্রত্যেকদিনই নিজেদের প্রেমকে সবার সামনে আনার জন্য সোশ্যাল মিডিয়ায় অন্তরঙ্গ ছবি পোস্ট করতে থাকতেন প্রিয়াঙ্কা ও নিক ৷ আর বার বার সবাইকে জানান দিতেন, তারা কতটা নিজেদের প্রেমে হাবুডুবু !

সেই প্রেমকেই যেন আবার সামনে নিয়ে এলেন প্রিয়াঙ্কা ও নিক ৷ সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন প্রেমের ভিডিও৷

দেখুন সেই ভিডিও---

দেখুন ভিডিও---
First published: December 2, 2019, 9:43 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर