Estate For Nick-Priyanka's Baby: সদ্যোজাত কন্যার জন্য ১৪৯ কোটি টাকার এই বিলাসবহুল বাড়ি কিনলেন নিক-প্রিয়াঙ্কা

Last Updated:

Estate For Nick-Priyanka's Baby: ২০১৯ সালের নভেম্বরে প্রিয়াঙ্কা এবং নিক LA-তে নতুন এনচিনো এস্টেট (Encino estate in LA) কিনতে ২০ মিলিয়ন (১৪৯ কোটি টাকা) ডলার খরচ করেছেন।

সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন এই দম্পতি
সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন এই দম্পতি
#লস অ্যাঞ্জেলেস: সারোগেসির (surrogacy) মাধ্যমে সম্প্রতি নিজেদের প্রথম কন্যা সন্তানকে স্বাগত জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং নিক জোনাস (Nick Jonas)। একটি যৌথ বিবৃতিতে এই দম্পতি জানিয়েছেন, “এটা জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা সারোগেটের মাধ্যমে একটি শিশুর জন্ম দিয়েছি। এই বিশেষ সময়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করি কারণ আমরা আমাদের পরিবারের উপরই নজর দিতে চাইছি।” নিজেদের কন্যার জন্য লস অ্যাঞ্জেলেসে বিলাসবহুল একটি বাড়িও কিনেছেন (Estate For Nick-Priyanka's Baby) এই তারকা দম্পতি।
সূত্রের খবর, প্রিয়াঙ্কা এবং নিক (Priyanka and Nick) লস অ্যাঞ্জেলেসে নিজেদের নতুন বাড়ি কেনার সময় নিজেদের সন্তানের কথাই মাথায় রেখেছিলেন (Estate For Nick-Priyanka's Baby)। Dirt.com জানিয়েছে, ২০১৯ সালের অগাস্ট থেকেই নতুন বাড়ি খুঁজছিলেন এই তারকা দম্পতি এবং অবশেষে, ওই বছরই নভেম্বরে প্রিয়াঙ্কা এবং নিক LA-তে নতুন এনচিনো এস্টেট (Encino estate in LA) কিনতে ২০ মিলিয়ন (১৪৯ কোটি টাকা) ডলার খরচ করেছেন। পিপল ম্যাগাজিন সূত্রে খবর, প্রিয়াঙ্কা এবং নিক তাঁদের সন্তানের কথা মাথায় রেখেই লস অ্যাঞ্জেলেসের এই বাড়ি কিনেছেন।
advertisement
advertisement
একটি বিশেষ সূত্র জানাচ্ছে, “যখন তারা একসঙ্গে বাড়িটি কেনেন, তখনই নিজেদের সন্তানের কথা মাথায় ছিল। সন্তানের জন্মের আশাতেই তাঁদের এমন একটা জায়গা দরকার ছিল যেখানে প্রচুর খোলামেলা আর সবুজ জায়গা থাকবে।” সূত্রের আরও খবর, প্রিয়াঙ্কা এবং নিক এই বাড়িতে আসার পরে ঘর সাজাতে বেশ কয়েক মাস কাটিয়েছেন। নিজেদের এই নয়া ঠিকানাকে (Estate For Nick-Priyanka's Baby) ‘পরিবার-বান্ধব’ করে গড়ে তুলতে চেয়েছিলেন তারা।
advertisement
গত বছর দীপাবলি উপলক্ষ্যে প্রিয়াঙ্কা এবং নিক পরিবার এবং বন্ধুদের নিয়ে নিজের বাড়িতে একটি পার্টির আয়োজন করেন। নিক-প্রিয়াঙ্কা এবং পরিবারের সদস্যরা মিলে একটি বিশেষ পুজোর আয়োজনও করেন। ওই সন্ধ্যায় ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকেই সেজেছিলেন নিক-প্রিয়াঙ্কা এবং বাকি সকলেই। ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে পোস্টে লিখেছিলেন, “আমাদের প্রথম বাড়িতে একসঙ্গে আমাদের প্রথম দীপাবলি।”
advertisement
এখনও অবধি প্রিয়াঙ্কা এবং নিক তাদের কন্যার নাম ঘোষণা করেননি বা কোনও ছবিও শেয়ার করেননি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Estate For Nick-Priyanka's Baby: সদ্যোজাত কন্যার জন্য ১৪৯ কোটি টাকার এই বিলাসবহুল বাড়ি কিনলেন নিক-প্রিয়াঙ্কা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement