Priyanka Bhattacharjee: বসন্তে 'পাশবালিশ'-এ মন মজেছে প্রিয়াঙ্কার! নায়িকার প্রেম-খুনসুটির সঙ্গী কে
- Published by:Sanchari Kar
- Written by:Manash Basak
Last Updated:
Priyanka Bhattacharjee: গানটিতে ছোটবেলার খুনসুটি ফুটে উঠছে । প্রেম-বিরহের নানা রূপ ধরা পড়েছে এই মিউজিক ভিডিওয়। ফুটে উঠেছে দুই বন্ধুর ভাল লাগা এবং ভালবাসার গল্প।
কলকাতা: ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসার মাস। চারদিকে প্রেমের মরশুম। আর এই শীতের রেশ কাটতে না কাটতেই, শহর জুড়ে প্রেমের মরশুমে মিষ্টি প্রেমের গল্প নিয়ে এসেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ড্রপসপ্লে নিবেদিত এই গান ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সমস্ত অডিও প্ল্যাটফর্মে।
'পাশবালিশ' রোমান্টিক মিউজিক ভিডিওতে প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে দেখাko যাচ্ছে মুখ্য ভূমিকায়। তাঁর সঙ্গে রয়েছেন কৌস্তভ বাগ। গানটিতে প্রেমিক-প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন তাঁরা। মহারাজ চট্টোপাধ্যায় পরিচালিত এই মিউজিক ভিডিওটিতে একটি দুষ্টুৃ-মিষ্টি প্রেমের গল্প দেখানো হয়েছে।
advertisement
advertisement
গানটিতে ছোটবেলার খুনসুটি ফুটে উঠছে । প্রেম-বিরহের নানা রূপ ধরা পড়েছে এই মিউজিক ভিডিওয়। ফুটে উঠেছে দুই বন্ধুর ভাল লাগা এবং ভালবাসার গল্প। গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন সৌভিক দাস এবং শুভশ্রী দাস।
advertisement
শীত শেষ। প্রকৃতি পা বাড়িয়েছে বসন্তের ঘরে। বসন্ত মানেই নতুন সাজে প্রকৃতি মুখরিত হওয়ার দিন। প্রকৃতির মতো মনও মেতে উঠেছে ভাল থাকার ছন্দে, ভালোবাসার ছন্দে। উৎসবের চেহারা নেয় ব্যস্ত শহর। সমস্ত অডিও প্ল্যাটফর্ম এই শোনা যাবে মিষ্টি প্রেমের গান 'পাশবালিশ'।
মহারাজের কথায়, 'পাশবালিশ আমার প্রথম মিউজিক ভিডিও। পরিচালক হিসাবে এর আগে শর্ট ফিল্ম বানিয়েছি। প্রথম বার একটু বড় ভাবে ভাবনা।একটু ভয়ে ছিলাম এর কম কাস্টিং আর সেট আপ নিয়ে কাজ তুলতে পারবো কি না। শ্যুটিং ফ্লোরে হয়তো অনেক জায়গায় অসুবিধা হয়েছে নতুন হিসেবে। কিন্তু আমার টিমের প্রত্যেকে এমনকি প্রিয়াঙ্কাও খুব সহযোগিতা করেছে।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2023 4:59 PM IST