Priyanka Bhattacharjee: বসন্তে 'পাশবালিশ'-এ মন মজেছে প্রিয়াঙ্কার! নায়িকার প্রেম-খুনসুটির সঙ্গী কে

Last Updated:

Priyanka Bhattacharjee: গানটিতে ছোটবেলার খুনসুটি ফুটে উঠছে । প্রেম-বিরহের নানা রূপ ধরা পড়েছে এই মিউজিক ভিডিওয়। ফুটে উঠেছে দুই বন্ধুর ভাল লাগা এবং ভালবাসার গল্প।

নতুন মিউজিক ভিডিওয় প্রিয়াঙ্কা
নতুন মিউজিক ভিডিওয় প্রিয়াঙ্কা
কলকাতা: ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসার মাস। চারদিকে প্রেমের মরশুম। আর এই শীতের রেশ কাটতে না কাটতেই, শহর জুড়ে প্রেমের মরশুমে মিষ্টি প্রেমের গল্প নিয়ে এসেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ড্রপসপ্লে নিবেদিত এই গান ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সমস্ত অডিও প্ল্যাটফর্মে।
'পাশবালিশ' রোমান্টিক মিউজিক ভিডিওতে প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে দেখাko যাচ্ছে মুখ্য ভূমিকায়। তাঁর সঙ্গে রয়েছেন কৌস্তভ বাগ। গানটিতে প্রেমিক-প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন তাঁরা। মহারাজ চট্টোপাধ্যায় পরিচালিত এই মিউজিক ভিডিওটিতে একটি দুষ্টুৃ-মিষ্টি প্রেমের গল্প দেখানো হয়েছে।
advertisement
advertisement
গানটিতে ছোটবেলার খুনসুটি ফুটে উঠছে । প্রেম-বিরহের নানা রূপ ধরা পড়েছে এই মিউজিক ভিডিওয়। ফুটে উঠেছে দুই বন্ধুর ভাল লাগা এবং ভালবাসার গল্প। গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন সৌভিক দাস এবং শুভশ্রী দাস।
advertisement
শীত শেষ। প্রকৃতি পা বাড়িয়েছে বসন্তের ঘরে। বসন্ত মানেই নতুন সাজে প্রকৃতি মুখরিত হওয়ার দিন। প্রকৃতির মতো মনও মেতে উঠেছে ভাল থাকার ছন্দে, ভালোবাসার ছন্দে। উৎসবের চেহারা নেয় ব্যস্ত শহর। সমস্ত অডিও প্ল্যাটফর্ম এই শোনা যাবে মিষ্টি প্রেমের গান 'পাশবালিশ'।
মহারাজের কথায়, 'পাশবালিশ আমার প্রথম মিউজিক ভিডিও। পরিচালক হিসাবে এর আগে শর্ট ফিল্ম বানিয়েছি। প্রথম বার একটু বড় ভাবে ভাবনা।একটু ভয়ে ছিলাম এর কম কাস্টিং আর সেট আপ নিয়ে কাজ তুলতে পারবো কি না। শ্যুটিং ফ্লোরে হয়তো অনেক জায়গায় অসুবিধা হয়েছে নতুন হিসেবে। কিন্তু আমার টিমের প্রত্যেকে এমনকি প্রিয়াঙ্কাও খুব সহযোগিতা করেছে।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Bhattacharjee: বসন্তে 'পাশবালিশ'-এ মন মজেছে প্রিয়াঙ্কার! নায়িকার প্রেম-খুনসুটির সঙ্গী কে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement