• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • চোখ মেরে নয়, খালি গলায় গান গেয়ে ভাইরাল প্রিয়া প্রকাশ ! শুনুন গান ...

চোখ মেরে নয়, খালি গলায় গান গেয়ে ভাইরাল প্রিয়া প্রকাশ ! শুনুন গান ...

অনেকেই জানতে চেয়েছেন তাঁকে বলিউডের ছবিতে কবে দেখা যাবে?

অনেকেই জানতে চেয়েছেন তাঁকে বলিউডের ছবিতে কবে দেখা যাবে?

অনেকেই জানতে চেয়েছেন তাঁকে বলিউডের ছবিতে কবে দেখা যাবে?

 • Share this:

  #মুম্বই: সাউথ ইন্ডিয়ান অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভেরিয়ারকে নিশ্চয় মনে আছে? জীবনের প্রথম ছবিতে স্কুলের মেয়ে প্রিয়ার চোখ মারা রাতারাতি ভাইরাল হয়েছিল। তাঁর থেকে মিষ্টি সে সময় কাউকেই মনে হচ্ছিল না। প্রিয়ার মিষ্টি অভিনয় ও মিষ্টতায় মুগ্ধ হয়েছিল গোটা দেশ। সাউথের গণ্ডি পেরিয়ে প্রিয়া পৌঁছে গিয়েছিলেন সকলের মনে। প্রিয়া তারপর বেশ কিছু সময় ছিলেন না খবরে। সম্প্রতি তিনি আবার চর্চায় এসেছেন।

  এবার চোখ মারা নয় ভাইরাল হয়েছে প্রিয়ার গান। ওয়াইন রেড শাড়ি, স্লিভলেস ব্লাউস ও মিষ্টি সাজে দেখা গেল তাঁকে। তিনি একটি অনুষ্ঠানে গিয়েছেন। সেখানে মাটিতে বসে আছেন তিনি। বিয়ের অনুষ্ঠান। তাঁর হাতে রয়েছে মোবাইল। সেখানেই গানের লিরিক দেখে গান গাইতে শুরু করলেন তিনি। 'চন্দা মেরে আ' গানটি গাইলেন তিনি। তাঁর সঙ্গে থাকা বন্ধুরাও গলা মেলালেন।

  এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রিয়া নিজেই। ইতিমধ্যে বহু মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও। যা ভাইরাল হয়েছে। ফের একবার ভাইরাল প্রিয়া প্রকাশ। তবে অনেকেই জানতে চেয়েছেন তাঁকে বলিউডের ছবিতে কবে দেখা যাবে? যদিও কোনও উত্তর দেননি তিনি।

  Published by:Piya Banerjee
  First published: