Pritish Nandy Death: হৃদরোগে থামল পথচলা...বিনোদনকে বর্ণহীন করে চলে গেলেন সাংবাদিক প্রীতীশ নন্দী

Last Updated:

Pritish Nandy Death: বর্ণময়তার আর এক নাম ছিলেন প্রীতীশ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে৷ প্রবীণ অভিনেতা অনুপম খের বুধবার সোশ্যাল মিডিয়ায় হৃদয়স্পর্শী এক দীর্ঘ পোস্টে প্রীতীশের মৃত্যুসংবাদ জানান৷

প্রীতীশ নন্দী (১৯৫১-২০২৫)
প্রীতীশ নন্দী (১৯৫১-২০২৫)
মুম্বই: চলে গেলেন প্রখ্যাত সাংবাদিক তথা প্রযোজক প্রীতীশ নন্দী (৭৩)৷ বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ মুম্বইয়ের বাড়িতে তাঁর মৃত্যু হয়৷ বর্ণময়তার আর এক নাম ছিলেন প্রীতীশ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে৷ প্রবীণ অভিনেতা অনুপম খের বুধবার সোশ্যাল মিডিয়ায় হৃদয়স্পর্শী এক দীর্ঘ পোস্টে প্রীতীশের মৃত্যুসংবাদ জানান৷ তিনি লেখেন, ‘‘আমার প্রিয়তম এবং ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অন্যতম প্রীতীশ নন্দীর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত৷’’ মুম্বইয়ে কেরিয়ার শুরুর দিনগুলিতে কীভাবে তাঁর পাশে প্রীতীশ ছিলেন, সে কথা স্মরণ করে কৃতজ্ঞতা জানিয়েছেন অনুপম৷
প্রীতীশকে ‘ইয়ারোঁ কা ইয়ার’ বলে অনুপমের স্মরণ, ‘‘অসাধারণ কবি, লেখক, ছবি পরিচালক এবং সাহসী সাংবাদিক ছিলেন তিনি৷ মুম্বইয়ে লড়াই শুরু করার দিনগুলিতে তিনি ছিলেন আমার মূল ভরসা এবং শক্তি৷ জীবনে যে কয়েক জন সাহসী মানুষের পরিচয় পেয়েছি, প্রীতীশ তাঁদের মধ্যে অন্যতম৷ তিনি সব সময়ই লার্জার দ্যান লাইফ৷’’

View this post on Instagram

A post shared by Anupam Kher (@anupampkher)

advertisement
advertisement
১৯৫১ সালের ১৫ জানুয়ারি বিহারের ভাগলপুরে জন্ম প্রীতীশের৷ প্রিন্ট এবং বৈদ্যুতিন-দুই মাধ্যমেই বিনোদনমূলক সাংবাদিকতার ক্ষেত্রে অনন্য নজির তৈরি করেছিলেন তিনি৷ নয়ের দশকে দূরদর্শনে তাঁর সঞ্চালনায় ‘দ্য প্রীতীশ নন্দী শো’ খুবই জনপ্রিয় হয়েছিল৷
আরও পড়ুন : অতিরিক্ত ট্রেন থেকে চিকি‍ৎসা পরিষেবা, গঙ্গাসাগর মেলা উপলক্ষে বিশেষ বন্দোবস্ত শিয়ালদহ ডিভিশনের
তাঁর সম্পাদনায় ‘ইলাস্ট্রেডেট উইকলি’ পৌঁছেছিল এক বিশেষ উচ্চতায়৷ প্রীতীশ প্রযোজিত ছবিগুলির মধ্যে ‘ঝঙ্কার বিটস’, ‘চামেলি’, ‘হাজারো খোয়ায়েশি অ্যায়সি’, ‘এক খিলাড়ি এক হাসিনা’, ‘আঁখে’, ‘প্যায়ার কা সাইড এফেক্টস’, ‘বো ব্যারাকস ফর এভার’ চিরস্থায়ী হয়ে থাকবে দর্শকমনে৷ ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত তিনি ছিলেন রাজ্যসভায় শিবসেনার সাংসদ৷ বিনোদন এবং সাংবাদিকতা জগতের অনেকেই প্রীতীশের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pritish Nandy Death: হৃদরোগে থামল পথচলা...বিনোদনকে বর্ণহীন করে চলে গেলেন সাংবাদিক প্রীতীশ নন্দী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement